Skip to content

এই দ্বীপপুঞ্জটির আকৃতি দেখলে মনে হবে আঙুলের ছাপ – জেনে নিন এর অবস্থান

পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যা শুধু সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, এমনি দৃশ্য এতটাই বিরল যা আপনি না দেখলে হয়তো বিশ্বাস ও করতে পারবেন না। তেমনই এক জায়গা আছে ব্যালজেনাকে। ব্যালজেনাক একটি সাইবেনিক দ্বীপপুঞ্জ অদ্রিয়াটিক সমুদ্রে অবস্থিত ক্রোসিয়া তে।

হুবহু বুড়ো আঙুলের ছাপের মতো দেখতে এই দ্বীপ। অর্ধেক স্কোয়ার ম্যাইল বিস্তারিত এই ভূমি যা উপর থেকে দেখলে এক বিশাল আকারের আঙুলের রেখার ছাপ এর মত দেখতে পারবেন।

Credit: Google Maps

বলা হয় এই ডিম্বাকৃতির দ্বীপ এ সারি সারি পুরাতন পাথরের বেড়াজাল এই রকম রেখার সৃষ্টি করেছে। জানা গেছে এই পাথরের লাইন চাষের ক্ষেত রক্ষা করার জন্য নির্মাণ করা হয়েছে। যেকোন প্রাকৃতিক দুর্যোগ বা ঝড়ো হওয়ার থেকে ফসল বাঁচাতে এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে।

১৪ মাইল লম্বা এই পাথরের দেওয়াল এর মাঝে চাষের জমি কাপরিজে দ্বীপের মানুষরা চাষাবাদ করে। পাথরের দেওয়াল বহু জায়গাতেই দেখতে পাবেন তবে এই দ্বীপের দেয়াল গুলি এমন ভাবে আছে যা অন্য জায়গা গুলির থেকে এই জায়গা অন্যতম করে তুলেছে।

বহু ইউরোপীয় দেশ যেমন ইরেল্যান্ড, স্কটল্যান্ড, ইংল্যান্ড এ এমন দেয়াল থাকলেও হস্তাআঙ্গুলির রেখাসমূহ ছাপ এর অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখা যায়না।

তাই ক্রোসিয়ার সরকার বলেছেন এই দ্বীপ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় নথিভুক্ত করতে।


ভ্রমণ সম্পর্কিত আরো আর্টিকেল পড়ুন