Skip to content

৫টি অসাধারণ হিন্দু মন্দির যা ভারতের বাইরে অবস্থিত

ভারতবর্ষে অনেক হিন্দু মন্দির দেখা যায়, কারণ ভারতে হিন্দুদের সংখ্যা অনেকটা বেশী। সব দেশেই  হিন্দুদের সংখ্যা কম বেশী আছেই।

তাই হিন্দু দেব দেবীর সংখ্যাও যেমন বেশী তেমন এই সমস্ত দেব দেবীর পূজা পার্বণ ও বেশী জনপ্রিয়।

এইরকমই অনেক হিন্দু মন্দির ভারতবর্ষের বাইরেও আছে, যা স্ত্যাপত্য, বংশ, মহিমা ও ইতিহাস এর জন্যে জনপ্রিয়।

তেমনই কয়েকটি মন্দিরের নাম দেওয়া হলো নীচে,

  1. পশুপতিনাথ মন্দির
  2. আঙ্কর ওয়াঠ
  3. রাধামাধব ধাম/বর্ষনা ধাম
  4. প্রম্বানন
  5. পুরা বৈশাখী

তাহলে চলুন এই হিন্দু মন্দির গুলি একটু বিস্তারিত ভাবে দেখে নেওয়া যাক…

১. পশুপতিনাথ মন্দির, কাঠমান্ডু

পশুপতিনাথ মন্দির নেপালের একটি পবিত্র মন্দির, যা কাঠমাণ্ডুর বাগমতির নদীর তীরে অবস্থিত। মহাদেব তথা শিব এর উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছে এই মন্দির। 

প্রত্যেক বছর এই মন্দিরে হাজার হাজার শিবের ভক্তের সমাগম ঘটে। বাগমতী নদী গিয়ে মিশছে গঙ্গায়।

অনেকেই মানেন, যেই মানুষগণ পশুপতিনাথ মন্দির এ দেহ ত্যাগ করেন, তারা মানুষ রূপে পুনর্জন্ম পান।

হিন্দু স্থাপত্যের খুব গুরুতপূর্ণ মন্দির এই পশুপতিনাথ মন্দির। দোতলা একটি ছাউনী আছে যা তামা দিয়ে বানানো হয়েছে এবং সোনা দিয়ে বাঁধানো হয়েছে।

এই মন্দিরের এবং চারটে প্রধান দরজা আছে যা রুপোর পাত দিয়ে বানানো। সব থেকে প্রধান আকর্ষণ হলো একটি বিশালাকৃতির নন্দীর সোনালী বিগ্রহ যা শিবের একটি প্রিয় ষাঁড়।

২. আঙ্কর ওয়াঠ, কম্বোডিয়া

কম্বোডিয়ার আঙ্কোর ওয়াঠ বলে একটি ভীষণ গুরুত্বপূর্ণ আর্কিওলজিক্যাল সাইট আছে। এই প্রত্নতাত্ত্বিক স্থানটি দক্ষিণপূর্ব এশিয়ার খুব গুরতপূর্ণ জায়গা।

৪০০ স্কোয়ার কিলোমিটার এর উপর নির্মাণ হয়েছে এই মন্দির এর আসে পাশে অনেক রকম ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য আছে ( ডাইক, জলাধার)  এবং আছে যোগাযোগ স্থল।

অনেক যুগ ধরে অ্যাংকর খের রাজত্ব এর প্রধান মন্দির হয়ে এসছে।

এই রাজত্বে ছিল সুন্দর জলাধার, প্রভাবিত শিল্প যা এই শহরটিকে একটি অভূতপূর্ব সভ্যতায় গড়ে তুলেছে যার মধ্যে, সাহিত্য, শিল্প, ও সংস্কৃতির অন্যতম মেলবন্ধন দেখা  গেছে।

৩. রাধামাধব ধাম/বর্ষনা ধাম, টেক্সাস

রাধামাধব ধাম বা বর্ষণা ধাম শ্রীকৃষ্ণের ও রাধারাণীর একটি পবিত্র মন্দির, যেটি অবস্থিত টেক্সাস তথা উত্তর আমেরিকাতে।

উত্তর আমেরিকার সবথেকে বিশিষ্ট মন্দির এই রাধা মাধব ধাম। দক্ষিণ গোলার্ধে সবথেকে বড় হিন্দু মন্দির এই বর্ষনা ধাম।

এই মন্দিরটি চিত্রিত করে ব্রজ রাজার পবিত্র স্থান কে যেখানে রাধা কৃষ্ণ ৫০০০ বছরের ঊর্ধ্বে বাস করেছিল। মন্দির চত্বরের পাশে ধ্যান করার জায়গায় তৈরি করা হয়েছে।

সবথেকে বড় হিন্দু বিশিষ্ট উৎসবগুলো এই মন্দিরে পালন করা হয়।

উত্তর আমেরিকায় জন্মাষ্টমী উৎসব এই রাধা মাধব ধাম এ ধুমধাম করে পালন করা হয়।

৪. প্রম্বানন, সেন্ট্রাল জাভা

প্রম্বানন ওরফে কান্দি প্রম্বানন সেন্ট্রাল জাভা ইন্দোনেশিয়ার একটি পবিত্র হিন্দু মন্দির। এই মন্দির কে কান্দি রারা জংরাং মন্দির ও বলা হয়।

এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে ত্রিমূর্তি অর্থাৎ ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর। ইন্দোনেশিয়ার সবথেকে বড় হিন্দু মন্দির হল এই প্রম্বানন।

শুধু তাই নয় দক্ষিণ-পূর্ব এশিয়ার সবথেকে বড় মন্দির হিন্দু মন্দির এই ত্রিমূর্তির হিন্দু মন্দির। এই মন্দির টি ইউনেস্কোর দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত করা হয়েছে।

মন্দিরের এই প্রধান আকর্ষণ তিন প্রধান দেবতা – সৃষ্টিকর্তা ব্রহ্মা, জগৎ পালক নারায়ণ এবং ধ্বংসকারী মহাদেব। 

মহাদেবের বিগ্রহ একদম মাঝখানে আছে এবং সব থেকে বড় বিগ্রহ হল মহেশ্বরের। এবং শিব মন্দিরটিও সবথেকে বৃহত্তম।

সম্পূর্ণ কম্পাউন্ডে ২৪০ টির মত মন্দির আছে। ভাস্কর্য শিল্পের মূর্তি মন্দিরে রামায়ণ ও ভাগবত পুরাণের সমস্ত গল্প চিত্রিত করছে।

৫. পুরা বেশাখী, বালি

ইন্দোনেশিয়ায় বালিতে , “মাদার টেম্পল অফ বৈশাখী” বা “পুরা বৈশাখী” সব থেকে জনপ্রিয়,পবিত্র  এবং বিশালাকার হিন্দু মন্দির।

মোট ২৩ টি ব্যাপক আকারের মন্দির মিলিয়ে এই সম্পূর্ণ স্থান নির্মাণ করা হয়েছে। তার মধ্যে সব থেকে বৃহত্তম হচ্ছে পুরা পেনাতারান আগুং মন্দির, যা  ২৩টি মন্দিরের মধ্যে প্রধানতম মন্দির।

এই মন্দির ৬টি ধাপের উপর বানানো হয়েছে এবং ঢালুর উপর সিড়ি কেটে নির্মাণ করা হয়েছে এই মন্দির।

মন্দির এর উৎপত্তি সমন্ধে খুব একটা তথ্য জানা যায়নি, তবে মানা হয় এই মন্দির প্রাগৈতিহাসিক যুগের।

এই মন্দিরটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত করা হয়েছে প্রত্যেক বছর ৭০ রকমের উৎসব পালিত হয় এই মন্দিরে।

হিন্দু দেবদেবীদের মহিমা দেখতে বহু মানুষ যেমন পুরো বিশ্ব থেকে ভারতে আসে তেমনই অনেক ভারতীয় মানুষ হিন্দু মন্দির এর মাহাত্ম্য জানতে বিদেশেও পারি দেয়।

বিদেশ ভ্রমণ করলে এই সমস্ত হিন্দু মন্দির অবশ্যই দেখে আসবেন।


আরো লেটেস্ট খবর পড়ুন