দুর্গাপুর: ১৪ ই নভেম্বর, ২০২২ থেকে পর্যায়ক্রমিক ভাবে ব্যাহত থাকবে বিদ্যুৎ সংযোগ, নোটিস দিয়ে এমনটাই জানালো টাউন সার্ভিস অফ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট।
আগামী ১৪ ই নভেম্বর থেকে এলাকা ভিত্তিতে রোজ সকাল ৯ টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ ব্যাহত থাকবে বলে জানানো হয়।
কোন এলাকাতে কবে এবং কতো দিনের জন্য বিদ্যুৎ সংযোগ ব্যাহত হবে, তা নিম্নোক্ত দুর্গাপুর স্টিল প্লান্টের তরফ থেকে প্রকাশিত তালিকায় জানানো হয়েছে।
এই পর্যায়ক্রমিক বিদ্যুৎ সংযোগ ব্যাহত থাকার কারণ হিসেবে জানানো হয়েছে যে, ১১ কিলো ভোল্ট ট্রান্সমিশন এবং ট্রান্সফরমার সহ বিদ্যুৎ বিতরণের রক্ষণাবেক্ষণের জন্য সংযোগ ব্যাহত করা হবে।
দুর্গাপুর স্টিল টাউনশিপের বিভিন্ন এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধের সম্পূর্ণ সময়সূচী নীচে বিজ্ঞপ্তিতে দেওয়া হল।
দুর্গাপুর স্টিল প্লান্টের তরফ থেকে প্রকাশিত তালিকা থেকে জানা যাচ্ছে যে, এই বিদ্যুৎ সংযোগ ব্যাহত থাকতে পারে পরবর্তী বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত।
এটি ধাপে ধাপে করা হবে। প্রতিটি এলাকার বিদ্যুৎ সরবরাহ ৩- ৬ দিনের জন্য সকাল ৯ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে।
অতএব, এই ব্যাপারে দুর্গাপুরবাসীর সহযোগিতা একান্ত কাম্য।
আরো লেটেস্ট খবর পড়ুন
- কল্পতরু মেলা (দুর্গাপুর) ২০২৪ – তারিখ, সময় এবং ইতিহাস
- শুরু হতে চলেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস – জেনে নিন সময়সূচি
- দুর্গাপুর থেকে জয়পুর ও পাটনা ফ্লাইট পরিষেবা শুরু হচ্ছে মে মাসেই
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- সিউড়ি-অন্ডাল-শিয়ালদহ রুটে নতুন ট্রেন চালু হচ্ছে ১ আগস্ট থেকে
- দুর্গাপুরে নতুন ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্টের (IXP) চালু করা হলো