Skip to content

এই সরোবর এ গেলেই দেখতে পাবেন ১৬৭ প্রজাতির পদ্ম ফুল – জেনে নিন কোথায়

একটি অসাধরণ পদ্মপুকুর। সারি সারি বিভিন্ন পদ্ম ফুটে আছে। নির্মাণ হয়েছিল ২০১৯ সালে। শুনলে অবাক হবেন ১৬৭ বৈচিত্র্যময় পদ্ম ফুটে আছে এই পুকুরে।

হ্যাঁ! এমনই গোলাপি, সাদা আভা ভরা পদ্ম ফুটে আছে ভিয়েতনাম রাজ্যের হানোই শহরে। ২০১৯ সালে এই পদ্মপুকুর বানানো হয়েছিল একটি পরীক্ষা-নিরীক্ষার জন্য ও সবুজ গাছপালার জেনেটিক সম্পদ গবেষণা ও উন্নয়নের কাজে মডেল হিসেবে ব্যবহার করা হয়েছিল এই সরোবর।

সাড়ে সাতটার হেক্টর চওড়া এই পুকুর ১৬৭ রকমের বৈচিত্র্যপূর্ণ পদ্ম ফুল ফুটে থাকতে দেখা যায়। চাষবাসের উন্নত জ্ঞান এর সাহায্য নিয়েই পদ্মের জাতিগুলির সম্পূর্ণভাবে ও সুন্দরভাবে উন্নয়ন করা হয়েছে যার থেকে আরো নতুন নতুন অজানা ও অদ্ভুত পদ্মের প্রজনন করা হয়েছে।

হানই এর এই কৃষি গবেষণা এবং উন্নয়ন সেন্টারটি ৭ থেকে ৮ টি প্রজাতির পদ্মফুল দিয়েছিল যেখানে ছিল সাদা পদ্ম যেটির পাপড়ির সীমানার রং সাদা, সাদা পদ্ম যেখানে পাপড়ির সীমানার রং গোলাপি, রক্তপদ্ম।

এই পদ্মগুলি শহরের বিভিন্ন প্রান্তে বিক্রির জন্য পাঠানো হতো।

একদিন এই পদ্মপুকুরে সব রকম মিলিয়ে ৮০০ থেকে হাজার টি পদ্ম ফুল ফুটতে দেখা গেছে। এতগুলি পদ্মের প্রজাতির মধ্যে ১১২টি প্রজাতি ভিয়েতনামের নিজেস্ব।

বিশ্বের বহু কোনা থেকে বাকি পদ্মফুলের প্রজাতির সংগ্রহণ করা হয়েছে, যেমন ঢং ঠাপ, চু চি, হুই থেকে চিনা এবং ইউরোপিয়ান পদ্মের প্রজাতি, এশিয়া, অস্ট্রেলিয়া ইত্যাদি জায়গা থেকেও বহু পদ্মের প্রজাতি আমদানি করা হয়েছে।

যারা পদ্মফুলের ভীষণ ভালোবাসেন তারা এই জায়গায় এসে পড়ে অনেক রকমের ও স্বারক ও সৌখিন ফটো তুলতে পারবেন।

বিভিন্ন ধরনের পদ্ম ফুল আছে যেমন সুপার লোটাস, ট্রুং সন ইত্যাদি। সম্প্রতি গবেষণা ও প্রজননের কাজে সেন্টারের কর্মীরা নতুন পদ্মফুলের প্রজাতি চাষাবাদ করার চেষ্টা করছে যে ফুলের মধ্যে সুগন্ধি বেশি সময় ধরে থাকবে, রং আরো পরিস্ফুটিত ও সুন্দর হবে এবং উত্তরের কঠিন আবহাওয়া প্রতিরোধ করার ক্ষমতা থাকবে।

প্রতিদিন ভোর তিনটের সময় পদ্ম ফুল তোলা শুরু হয় এবং ছটা নাগাদ সম্পূর্ণ হানয় তে পদ্ম ফুল রপ্তানি করা হয়ে যায়।

অনেক গবেষকদের মতে পদ্ম ফুল চাষ করতে হবে এবং রপ্তানি করতে হবে সরৌদ্রতপ্ত কঠোর হওয়ার আগেই কারণ পদ্মফুল সূর্যের আলো পেলেই বা উচ্চ তাপমাত্রা পেলেই তার ঘ্রাণ নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি।

এছাড়াও ওয়েস্ট লেক পদ্ম ফুল এখানে সংরক্ষণ করা হয়। জানা গিয়েছে এখানকার বিখ্যাত চা হয় ওয়েস্ট লেক ডবল হোয়াইট সাইপ্রেস পদ্ম ফুল দিয়ে। তাছাড়া এখানে আছে আঙ্কেল ট্রং প্রজাতির পদ্মফুল, ড্রপ ব্লাড পদ্মফুল।

এখানে পদ্মফুলের মৌসুম শুরু হয় মে মাসের শেষ করে এবং সেপ্টেম্বরের প্রথম অবধি থাকে।

ভিয়েতনাম শহরে রাজ্যে পদ্মফুল অপূর্ব সুন্দর দেখতে হয় , দাম অনেক বেশি, অনেক আধ্যাত্মিক মানে আছে এবং তাই মানুষের মধ্যে খুবই জনপ্রিয় এই সরবর এবং বিভিন্ন প্রজাতির পদ্ম ফুল।


ভ্রমণ সম্পর্কিত আরো আর্টিকেল পড়ুন