Skip to content

দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট ২০২৩ – রেজিস্ট্রেশন, কি কাজ হবে

“দুয়ারে সরকার” ক্যাম্প প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার দ্বারা শুরু করা একটি নতুন প্রকল্প। এই প্রকল্পের অধীনে, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রতিটি এলাকায় ক্যাম্প স্থাপন করে।

এই প্রকল্পের উদ্বোধন করা হয়েছে যাতে সরকার রাজ্যের মানুষের সমস্যার কথা শুনতে পারে। এছাড়াও পশ্চিমবঙ্গের নাগরিকরা এই শিবিরগুলির মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।

এই প্রকল্পটির পশ্চিমবঙ্গ সরকার পুনরায় চালু করতে চলেছেন ১৫ ডিসেম্বর ২০২৩ থেকে। এর আগে এই প্রকল্প চালু হয়েছিল সেপ্টেম্বর ২০২৩-এ।

এই আর্টিকেলটি দ্বারা আপনি পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকারকে প্রকল্পটির ব্যাপারে জানতে পারবেন। দেখে নিন কি কি থাকবে এই আর্টিকেলটি মধ্যে:

  1. প্রকল্পের ব্যাপারে
  2. দুয়ারের সরকার ২০২৩ সময়সূচি
  3. রেজিস্ট্রেশন
  4. কি কি কাজ হবে
  5. যে যে স্কিমে আবেদন করা যাবে
  6. আবেদন করার যোগ্যতা
  7. প্রয়োজনীয় ডকুমেন্টস

এবার চলুন দেখে নিই প্রত্যেকটা জিনিস বিস্তারিত ভাবে।

পশ্চিমবঙ্গ দুয়ারে সরকার ক্যাম্প প্রকল্প কি

প্রকল্পের নামদুয়ারে সরকার ক্যাম্প
বর্তমান ফেজPhase 8 (ডিসেম্বর 2023)
চালু করেছেপশ্চিমবঙ্গ সরকার
করা লাভ পাবেনপশ্চিমবঙ্গ বাসি
মূল লক্ষসমস্যার সমাধান
আবেদন পদ্ধতিOffline
অফিসিয়াল ওয়েবসাইটds.wb.gov.in

দুয়ারে সরকার ক্যাম্প এর সময়সূচি

দুয়ারে সরকার ক্যাম্পের সেপ্টেম্বর মাসের সময়সূচী হল,

দুয়ারে সরকার ক্যাম্পের তারিক (Phase 8)১৫.১২.২০২৩ – ৩০.১২.২০২৩

দুয়ারে সরকার ক্যাম্পে রেজিস্টার কি ভাবে করবেন

এই দুয়ারের সরকার প্রকল্পটির জন্য রেজিস্টার করার জন্য আপনাকে স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হবে।

তারপর আপনি যাবেন রেজিস্ট্রেশন কাউন্টারে আপনার একটি প্রমাণ পত্র এবং ঠিকানা প্রমাণপত্র নিয়ে। আপনি আরও যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যেতে পারেন যেমনঃ কাস্ট সার্টিফিকেট (যদি আপনার থেকে থাকে).

ক্যাম্পের সদস্যরা আপনার নামটি রেজিস্টার করবে তাদের কম্পিউটারে ও আপনার ডিটেইলস রেখে দেবে এবং আপনাকে একটা দুয়ারের সরকার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে।

দুয়ারে সরকার ক্যাম্পে কি কি কাজ হবে

রাজ্য সরকারের দ্বারা চালু করা প্রকল্প দুয়ারে সরকারের আয়তায় কেমন সার্ভিস নিচে দেওয়া থাকলো:

সমস্যার সমাধান

দুয়ারের সরকারের একটি মূল ও সর্বপ্রথম লক্ষ্য হলো মানুষদের নিত্যদিনের সমস্যাগুলির সমাধান বের করে দেওয়া।

আপনি আপনার লোকালয়ের ক্যাম্পে যেতে পারেন এবং আপনি আপনার সমস্যা বা আপনার অসুবিধা কথা তাদের জানাতে পারেন।

এই দুয়ারের সরকারের একটি মূল সুবিধা হচ্ছে আপনাকে কোন সরকার চালিত অফিসে কম্প্লেন্ট লেখানোর জন্য যেতে হবে না। তাতে আপনার সময় ও টাকা দুই ই বাঁচবে।

ক্যাম্পের মধ্যে যে অফিসাররা থাকবেন তারা আপনাদের সমস্ত সমস্যার কথা শুনবেন ও তার হাল বলে দেবেন।

সরকারি প্রকল্পে আবেদন

অপর একটি ভাবেও দুয়ারের সরকার ক্যাম্প আপনাদের সাহায্য করবে।

আপনি যেকোনো সরকারি স্কিমে সহজেই আবেদন করতে পারবেন এই প্রকল্পের দ্বারা।

পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা চালিত বিভিন্ন স্কিম যেমন স্বাস্থ্য সাথী কার্ড, কন্যাশ্রী ,লক্ষী ভান্ডার ইত্যাদি প্রকল্পগুলিতে সহজেই আপনি আবেদন করতে পারেন।

দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে যা যা প্রকল্পে আবেদন করা যাবে

এবার চলুন দেখি নি কি কি স্কিম এর জন্য আপনারা দুয়ারের সরকার ক্যাম্পে আবেদন জানাতে পারবেন:

  1. লক্ষী ভান্ডার
  2. স্বাস্থ্য সাথী
  3. কন্যাশ্রী
  4. স্টুডেন্ট ক্রেডিট কার্ড
  5. খাদ্য সাথী
  6. কাস্ট সার্টিফিকেট
  7. শিক্ষাশ্রী
  8. রূপশ্রী
  9. বর্ধক ভাতা
  10. প্রতিদ্বন্দ্বী ভাতা
  11. বিধবা ভাতা
  12. তপশিলি বন্ধু ও জয় জোহার
  13. ঐকশ্রী
  14. ব্যাঙ্ক একাউন্ট খোলা
  15. মানবিক প্রকল্প
  16. এম জি এন আর ই জি এস বা ১০০ দিনের কাজ
  17. কৃষক বন্ধু
  18. কিষাণ ক্রেডিট কার্ড
  19. মৎস্যজীবি ক্রেডিট কার্ড
  20. আর্টিসান ক্রেডিট কার্ড
  21. উইভার (তাঁতি) ক্রেডিট কার্ড

দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করার যোগ্যতা

সরকারি প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে পশ্চিমবঙ্গের এক স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থায়ী বাসিন্দা হলেই আপনি যে কোন সময় আপনার কমপ্লেন জানাতে পারবেন।

দুয়ারে সরকার ক্যাম্পে যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে

দুয়ারের সরকার ক্যাম্পের রেজিস্টার করার জন্য যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে:

  1. আধার কার্ড
  2. ভোটার কার্ড
  3. আপনার মোবাইল নাম্বার
  4. একটি পাসপোর্ট সাইজ ফটো

আপনি যদি পশ্চিমবঙ্গের অন্যান্য প্রকল্পের জন্য আবেদন করেন তাহলে আপনাকে এই ডকুমেন্টগুলো ছাড়া অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট আনতে হবে।


আরো রাজ্য সরকারের প্রকল্প গুলি জানুন