ডিসেম্বর ২০২০ তে উদ্বোধন হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প ‘দুয়ারে সরকার’ যার দ্বারা পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বিভিন্ন জায়গায় ছোট ছোট ক্যাম্প গড়ে তুলেছিল।
এই প্রকল্পের উদ্বোধন করা হয়েছে যার সাহায্যে মানুষের সমস্যা কথা শুনবেন সরকার ও এই ক্যাম্পের দ্বারা পশ্চিমবঙ্গের বাসিন্দারা বিভিন্ন গভারমেন্ট প্রকল্পে আবেদন ও করতে পারবেন।
এই প্রকল্পটির পশ্চিমবঙ্গ সরকার পুনরায় চালু করতে চলেছেন ১লা এপ্রিল ২০২৩ থেকে। এর আগে এই প্রকল্প চালু হয়েছিল নভেম্বর ২০২২ এ।
এই আর্টিকেলটি দ্বারা আপনি পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকারকে প্রকল্পটির ব্যাপারে জানতে পারবেন। দেখে নিন কি কি থাকবে এই আর্টিকেলটি মধ্যে:
- প্রকল্পের ব্যাপারে
- দুয়ারের সরকার ২০২২ সময়সূচি
- রেজিস্ট্রেশন
- কি কি কাজ হবে
- যে যে স্কিমে আবেদন করা যাবে
- আবেদন করার যোগ্যতা
- প্রয়োজনীয় ডকুমেন্টস
এবার চলুন দেখে নিই প্রত্যেকটা জিনিস বিস্তারিত ভাবে।
পশ্চিমবঙ্গ দুয়ারে সরকার ক্যাম্প প্রকল্প কি
প্রকল্পের নাম | দুয়ারে সরকার ক্যাম্প |
চালু করেছে | পশ্চিমবঙ্গ সরকার |
করা লাভ পাবেন | পশ্চিমবঙ্গ বাসি |
মূল লক্ষ | সমস্যার সমাধান |
আবেদন পদ্ধতি | Offline |
কোন সালে উদ্বোধন | ২০২০ |
অফিসিয়াল ওয়েবসাইট | wb.gov.in/duare-sarkar |
দুয়ারের সরকার স্কীমটি একটি নতুন প্রকল্প যা রাজ্য সরকার এর দ্বারা চালু করা হয়েছে সাধারণ জনমানবের জন্য।
এই প্রকল্পটি মানুষদের কাছে পৌঁছে যাবে এবং মানুষদের সমস্যার কথা শুনবেন। শুধু তাই নয় রাজ্যের মানুষরা বিভিন্ন সরকারি স্কিমে আবেদন করতে পারবেন এই প্রকল্পে দ্বারা।
দুয়ারে সরকার ক্যাম্প এর সময়সূচি
দুয়ারে সরকার ক্যাম্পের এপ্রিল মাসের সময়সূচী হল,
দুয়ারে সরকার ক্যাম্পের তারিক (Phase 6) | ০১.০৪.২০২৩ – ২০.০৪.২০২৩ |
দুয়ারে সরকার ক্যাম্পে রেজিস্টার কি ভাবে করবেন
এই দুয়ারের সরকার প্রকল্পটির জন্য রেজিস্টার করার জন্য আপনাকে স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হবে।
তারপর আপনি যাবেন রেজিস্ট্রেশন কাউন্টারে আপনার একটি প্রমাণ পত্র এবং ঠিকানা প্রমাণপত্র নিয়ে। আপনি আরও যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যেতে পারেন যেমনঃ কাস্ট সার্টিফিকেট (যদি আপনার থেকে থাকে).
ক্যাম্পের সদস্যরা আপনার নামটি রেজিস্টার করবে তাদের কম্পিউটারে ও আপনার ডিটেইলস রেখে দেবে এবং আপনাকে একটা দুয়ারের সরকার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে।
দুয়ারে সরকার ক্যাম্পে কি কি কাজ হবে
রাজ্য সরকারের দ্বারা চালু করা প্রকল্প দুয়ারে সরকারের আয়তায় কেমন সার্ভিস নিচে দেওয়া থাকলো:
সমস্যার সমাধান
দুয়ারের সরকারের একটি মূল ও সর্বপ্রথম লক্ষ্য হলো মানুষদের নিত্যদিনের সমস্যাগুলির সমাধান বের করে দেওয়া।
আপনি আপনার লোকালয়ের ক্যাম্পে যেতে পারেন এবং আপনি আপনার সমস্যা বা আপনার অসুবিধা কথা তাদের জানাতে পারেন।
এই দুয়ারের সরকারের একটি মূল সুবিধা হচ্ছে আপনাকে কোন সরকার চালিত অফিসে কম্প্লেন্ট লেখানোর জন্য যেতে হবে না। তাতে আপনার সময় ও টাকা দুই ই বাঁচবে।
ক্যাম্পের মধ্যে যে অফিসাররা থাকবেন তারা আপনাদের সমস্ত সমস্যার কথা শুনবেন ও তার হাল বলে দেবেন।
সরকারি প্রকল্পে আবেদন
অপর একটি ভাবেও দুয়ারের সরকার ক্যাম্প আপনাদের সাহায্য করবে।
আপনি যেকোনো সরকারি স্কিমে সহজেই আবেদন করতে পারবেন এই প্রকল্পের দ্বারা।
পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা চালিত বিভিন্ন স্কিম যেমন স্বাস্থ্য সাথী কার্ড, কন্যাশ্রী ,লক্ষী ভান্ডার ইত্যাদি প্রকল্পগুলিতে সহজেই আপনি আবেদন করতে পারেন।
দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে যা যা প্রকল্পে আবেদন করা যাবে
এবার চলুন দেখি নি কি কি স্কিম এর জন্য আপনারা দুয়ারের সরকার ক্যাম্পে আবেদন জানাতে পারবেন:
- লক্ষী ভান্ডার
- স্বাস্থ্য সাথী
- কন্যাশ্রী
- স্টুডেন্ট ক্রেডিট কার্ড
- খাদ্য সাথী
- কাস্ট সার্টিফিকেট
- শিক্ষাশ্রী
- রূপশ্রী
- বর্ধক ভাতা
- প্রতিদ্বন্দ্বী ভাতা
- বিধবা ভাতা
- তপশিলি বন্ধু ও জয় জোহার
- ঐকশ্রী
- ব্যাঙ্ক একাউন্ট খোলা
- মানবিক প্রকল্প
- এম জি এন আর ই জি এস বা ১০০ দিনের কাজ
- কৃষক বন্ধু
- কিষাণ ক্রেডিট কার্ড
- মৎস্যজীবি ক্রেডিট কার্ড
- আর্টিসান ক্রেডিট কার্ড
- উইভার (তাঁতি) ক্রেডিট কার্ড
দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করার যোগ্যতা
সরকারি প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে পশ্চিমবঙ্গের এক স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থায়ী বাসিন্দা হলেই আপনি যে কোন সময় আপনার কমপ্লেন জানাতে পারবেন।
দুয়ারে সরকার ক্যাম্পে যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে
দুয়ারের সরকার ক্যাম্পের রেজিস্টার করার জন্য যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে:
- আধার কার্ড
- ভোটার কার্ড
- আপনার মোবাইল নাম্বার
- একটি পাসপোর্ট সাইজ ফটো
আপনি যদি পশ্চিমবঙ্গের অন্যান্য প্রকল্পের জন্য আবেদন করেন তাহলে আপনাকে এই ডকুমেন্টগুলো ছাড়া অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট আনতে হবে।
প্রয়াসই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আমার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প কবে শুরু হবে?
দুয়ারে সরকার ক্যাম্প পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ১লাএপ্রিল ২০২৩ থেকে শুরু হবে।
দুয়ারে সরকার ক্যাম্পে আমি কোন স্কিমের জন্য আবেদন করতে পারি?
আপনি কন্যাশ্রী, লক্ষ্মী বন্দর প্রোকলপো, স্বাস্থ্য সাথী, রূপশ্রী, আকাশশ্রী, কৃষক বন্ধু ইত্যাদি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।
আরো লেটেস্ট খবর পড়ুন
- ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা পরিবর্তন অনলাইনে কীভাবে করবেন ২০২৩
- ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার অনলাইন প্রক্রিয়া 2023
- পশ্চিমবঙ্গ ভোটার তালিকা ২০২৩-এ আপনার নাম চেক করার পদ্ধতি
- পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট ২০২৩ (PDF) ডাউনলোড করার পদ্ধতি
- শুরু হতে চলেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস – জেনে নিন সময়সূচি
- আধার ব্যাঙ্ক লিঙ্ক স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি ২০২৩