Skip to content

পিভিসি (PVC) আধার কার্ড ২০২৩ – অনলাইন কীভাবে অর্ডার করবেন

আধার কার্ড এক অপরিহার্য পরিচিতি পত্র হিসেবে সারা দেশে গণ্য হয়। পিভিসি আধার কার্ড সহজেই বহন করা যায়, এবং সকল জায়গায় সহজেই ব্যাবহার করা যায়।

এই জন্য পিভিসি আধার কার্ডের চাহিদা সবচেয়ে বেশি।

কিন্তু, বাড়িতে বসেই খুব কম দামে কি করে এই পিভিসি আধার কার্ড অর্ডার করবেন?

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) বাড়িতে বসেই পিভিসি আধার কার্ড অর্ডার করার জন্য উপযুক্ত ব্যবস্থপনা করেছে আপনার জন্য।

অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই আপনি সহজে পিভিসি আধার কার্ড অর্ডার করতে পারবেন বাড়ি বসেই।

আজ এই আর্টিকেলেটির মাধ্যমে, আপনি অনলাইনে পিভিসি আধার কার্ড অর্ডার সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলি জানতে পারবেন,

  1. কি কি নথিপত্র লাগবে
  2. কত টাকা লাগবে
  3. পিভিসি আধার কার্ড অর্ডার করার পদ্ধতি

তাহলে চলুন এই বিষয়গুলি বিস্তারিত ভাবে দেখে নেওয়া যাক।

পিভিসি আধার কার্ড অর্ডার করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

বাড়িতে বসেই পিভিসি আধার কার্ড অর্ডার করতে, আপনার মাত্র দুটি প্রয়োজনীয় নথি বা তথ্য লাগবে।

সেগুলি হল,

  1. আধার কার্ড নম্বর
  2. আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর

পিভিসি আধার কার্ড অনলাইন অর্ডার চার্জ

বাড়িতে বসেই পিভিসি আধার কার্ড অর্ডার করতে হলে আপনাকে জিএসটি, স্পিড পোস্ট চার্জ, এবং অন্যান্য করবাবদ মোট এককালীন ৫০ টাকা দিতে হবে।

এবার জেনে নিন কিভাবে বাড়িতে বসেই পিভিসি আধার কার্ড অর্ডার করতে পারবেন।

পিভিসি আধার কার্ড অর্ডার করার অনলাইন পদ্ধতি

পিভিসি আধার কার্ড অনলাইনে অর্ডার করার জন্য,

প্রথম ধাপ: myAadhaar এর অফিসিয়াল ওয়েবসাইটে যান

  1. প্রথমে আপনাকে myAadhaar এর ওয়েব পোর্টাল myaadhaar.gov.in এ যেতে হবে।
  2. সেখান থেকে “login” অপশনটি ক্লিক করুন।
  3. এরপরে একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।

(Direct Link to the page)

দ্বিতীয় ধাপ: আপনার আধার নম্বর ওয়েবসাইটে লিখুন

  1. যে নতুন পেজটি খুলেছে সেখানে আপনার আধার নম্বরটি নির্ভুল ভাবে এন্টার করুন।
  2. নিচে দেওয়া ক্যাপচা কোডটি সঠিকভাবে এন্টার করুন এবং ‘Send OTP’ অপশনটি ক্লিক করুন।
  3. এরপর আপনার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে একটি OTP আসবে।
  4. ওই নির্দিষ্ট OTP টি আপনাকে সেই ওয়েবসাইটে লিখতে হবে।
  5. এরপর “Login” অপশন টিতে ক্লিক করুন।
  6. এই পদ্ধতিতে আপনি পোর্টালটিতে login করতে পারবেন।

তৃতীয় ধাপ: পিভিসি আধার কার্ড অপশনটিতে ক্লিক করুন

  1. myAadhaar পোর্টালটিতে, “Order Aadhar PVC card” অপশনটিতে ক্লিক করুন।
  2. এরপরে একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।

চতুর্থ ধাপ: আধার সংক্রান্ত সমস্ত তথ্য যাচাই করে নিন

  1. নতুন পেজটি খোলার পরে, আপনার আধার সংক্রান্ত যাবতীয় তথ্য এবং নথিপত্র যাচাই করে নিন।
  2. যদি সমস্ত তথ্য সঠিক থাকে, তবে “Next” অপশনটিতে ক্লিক করুন।
  3. এরপরে আবার একটি নতুন এই খুলে যাবে।

যদি কোনো তথ্য ভুল থেকে থাকে তাহলে আপনি নিচের আর্টিকেলটিতে দেওয়া পদক্ষেপগুলি অনুসরণ করে সেগুলি সংশোধন করতে পারেন।

আধার কার্ড সংশোধন করার পদ্ধতি জানতে ক্লিক করুন

পঞ্চম ধাপ: এরপর পেমেন্ট সম্পূর্ণ করতে হবে

  1. নতুন পেজটিতে চেক বক্সের ওপর ক্লিক করুন।
  2. এরপর, “Make Payment” অপশনটি বেছে নিন।
  3. আপনার পছন্দ মত পেমেন্টের অপশন আপনি বেছে নিতে পারেন।
  4. পিভিসি আধার কার্ড অর্ডারের ভিত্তিতে আপনার ৫০ টাকা ধার্য করা হবে।
  5. পেমেন্ট কমপ্লিট করার পর পেমেন্টের “Acknowledge slip” টি ডাউনলোড করে নিন।

এভাবেই নির্ঝঞ্ঝাটে বাড়িতে বসে আপনি পিভিসি আধার কার্ডের অর্ডার করতে পারবেন অনলাইনেই। মাত্র কয়েকটি ধাপ, আর আপনি সহজেই হাতে পেয়ে যাবেন পিভিসি আধার কার্ড।

আপনি যদি আপনার আধার পিভিসি কার্ড অর্ডার করে দিয়ে থাকেন, তাহলে আপনি নিচে দেওয়া আর্টিকেলটিতে আপনার অর্ডারের স্টেটাস চেক করার পদ্ধতি দেখে নিতে পারেন।

আধার পিভিসি কার্ডের স্টেটাস চেক করার পদ্ধতি জানতে ক্লিক করুন

আধার পিভিসি কার্ড অনলাইন অর্ডার সম্পর্কে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

কিভাবে অনলাইনে একটি আধার পিভিসি কার্ড অর্ডার করবেন?

আপনি myaadhaar.uidai.gov.in-এ UIDAI-এর myAadhaar পোর্টালের মাধ্যমে অনলাইনে একটি আধার পিভিসি কার্ড অর্ডার করতে পারেন।

একটি আধার পিভিসি কার্ড অনলাইনে অর্ডার করার জন্য চার্জ কি কি?

আপনাকে এককালীন চার্জ দিতে হবে Rs. 50 (GST এবং স্পিড পোস্ট-চার্জ সহ) একটি আধার পিভিসি কার্ড অনলাইনে অর্ডার করতে।

আধার পিভিসি কার্ড বিতরণ করতে কত সময় লাগে?

আধার পিভিসি কার্ড আপনার বাড়িতে পৌঁছে দিতে প্রায় 1-2 সপ্তাহ সময় লাগে।


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন