Skip to content

টেক্সট মেসেজে মন ভাঙাতে ৩.৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ দাবি করলো যুবতী

crop ethnic businesswoman chatting on smartphone near laptop on table

সঙ্গিনীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে এমনটা হতে পারে ভাবতেও পারেননি সংযুক্ত আরব আমিরশাহীর এক যুবক।

অনেকে হামেশাই তাদের সঙ্গী অথবা সঙ্গিনীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে থাকেন। তবে তার মাশুল গুনতে যে দিতে হবে প্রায় ২০,০০০ দেরহাম (ভারতীয় মুদ্রায় প্রায় ৩.৫ লক্ষ টাকা)সেটা ভাবতেও পারেননি ওই যুবক।

সূত্রের খবর, ওই যুবক তার সঙ্গিনীর বিরুদ্ধে টেক্সট মেসেজে প্রতারণার অভিযোগ তোলায়, ওই যুবতী আইনের দ্বারস্থ হন এবং ক্ষতিপূরণ হিসেবে ২০,০০০ দেহরাম দাবী করেন।

ওই যুবক আরও দাবী করেন,ওই যুবতী শুধু তার সঙ্গেই নয়, আরও অনেক যুবকের সঙ্গেই সম্পর্কে লিপ্ত। তা ছাড়াও তিনি জানিয়েছেন অসৎ উদ্দেশ্য নিয়ে ওই যুবতী তাকে ছবি পাঠাতেন।

আরো পড়ুন: এবার বাড়িতে বসেই পেয়ে যেতে পারেন কোভিড পরীক্ষার ফলাফল

এর পরেই ওই যুবতী আইনের দ্বারস্থ হন এবং মানসিক হেনস্থার জন্য ভারতীয় মুদ্রায় প্রায় ৩.১৫ লক্ষ টাকা দাবী করেন।

তবে ওই যুবকও থেমে থাকেননি। তিনিও পাল্টা দাবী করেছেন যে, ওই যুবতীর কাছ থেকে উল্টে তার প্রায় ৩৯,০০০ দেরহাম (ভারতীয় মুদ্রায় প্রায় ৭  লক্ষ ৩০ হাজার টাকা)পাওয়ার কথা।

আদালতের কাছে তিনি আর্জি জানিয়েছেন যে তার ওপর দায়ের করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, এবং আদালত যেন আবার মামলাটি বিচার করেন।

তিনিও ওই যুবতীর ওপর একই অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে।


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন


Tags: