সাম্প্রতিক পুনের “মাই ল্যাব” সলিউশন একটি যন্ত্র গঠন করল যার নাম কোভিসেলফ। এটি একটি রহ্যপিড এন্টিজেন কিট (RAT) যা মানুষ স্বনির্ভরশীল হয়েই কোভিড পরীক্ষা করতে পারবেন।
কিছুদিনের মধ্যেই বাজারে ২৫০ টাকায় পাওয়া যাবে এই যন্ত্র “কোভিসেলফ”।
আই .সি .এম .আর (ICMR) দ্বারা অনুমোদিত এই কিট টি তে আপনি কোভিড টেস্ট করে, গুগল প্লে স্টোর অথবা এপ স্টোর থেকে “মাইল্যাব কোভিসেলফ” এপ এর মাধ্যমে আপনার কোভিড পরীক্ষাটির ফলাফল আপনি আপলোড করে দিতে পারেন।
সেই সমস্ত তথ্য আই .সি .এম .আর কোভিড-১৯ টেস্টিং পোর্টালে পৌঁছে যাবে একটি নিরাপদ সার্ভার এর মাধ্যমে এবং সেই সংস্থানে আপনার কোভিড পরীক্ষার ফলাফল নথিভুক্ত হয়ে থাকবে।
আরো পড়ুন: অক্সিজেন এর সমস্যা মেটাতে সস্তার অক্সিজেন কনসেনট্রেটার বানালো NIT Durgapur
প্যাথলজিক্যাল টেস্টিং ল্যাব ও ক্লিনিকের উপর ভার কমানোর জন্যই এই প্রচেষ্টা করা হয়েছে।
এই কিট টি কোনো প্রেসক্রিপশন ছাড়াই মানুষের হাতে তুলে দেওয়া হবে লোকাল ফার্মাসিতে অথবা অনলাইন সাইটে।
কোভিড এর লক্ষণ থাকলেও বা না থাকলেও, কোনো হেলথ কেয়ার প্রফেশনাল ছাড়াই কোভিসেলফ এর সাহায্যই মিলবে কোভিড পরীক্ষার ফলাফল।
যাঁরা কোভিসেলফ এর মাধ্যমে পরীক্ষা করে পজিটিভ পেয়েছেন, তাঁরা নিঃসন্দেহে কোভিড পজিটিভ ও তাঁকে দ্বিতীয় বার কোনো ল্যাবে পরীক্ষা করানোর কোনো প্রয়োজন নেই।
তবে যাঁদের RAT টেস্ট নেগেটিভ আসবে, তাদের RT-PCR রিপোর্ট না আসা অবধি হোম আইসলেশন এ থাকার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- গাড়ি বা বাইকের ফিটনেস সার্টিফিকেট PDF ডাউনলোড প্রক্রিয়া ২০২৩
- গাড়ি বা বাইকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC) ডাউনলোড প্রক্রিয়া ২০২৩
- RTO-তে করা আবেদনের স্টেটাস অনলাইনে কিভাবে চেক করবেন ২০২৩
- বাইক/গাড়ির নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) ডাউনলোড পদ্ধতি ২০২৩
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট ডাউনলোড (PDF) অনলাইন প্রক্রিয়া ২০২৩
- কৃষক বন্ধু আইডি নাম্বার চেক (সার্চ) করার অনলাইন পদ্ধতি ২০২৩
- স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন পদ্ধতি পশ্চিমবঙ্গ ২০২৩
- স্বাস্থ্য সাথী অনলাইন আবেদনের স্টেটাস চেক কীভাবে করবেন ২০২৩