এবার কলকাতা পুলিশকে কড়া ধমক দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের। অকারণে FIR করেসাধারণ মানুষকে আর হেনস্তা করা যাবে না এই রায় দিল দেশের সর্বোচ্চ আদালত।
এর আগে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করে রাজ্যে অনেকেই পুলিশি হেনস্থার শিকার হয়েছেন।
বিশেষত, সরকারবিদ্বেষী মতামত পোষণ করে পোস্ট করার শাস্তি স্বরূপ অনেকের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছেন রাজ্য পুলিশ এবং তাদের গ্রেপ্তারও করা হয়েছে।
এরকম আরও প্রচুর উদাহরণ রয়েছে সাম্প্রতিককালে।
সম্প্রতি, এরকমই একটি মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়েছেন, সরকারের সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তা কখনোই এফআইআর করার মতো ধর্তব্যযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে না।
এর ফলে স্বভাবতই মুখ পুড়লো কলকাতা পুলিশের।
আরো পড়ুন: পা কাঁপছিল পাক সেনাপ্রধানের, চাপের মুখে মাথা নত করে অভিনন্দনকে মুক্তি দিয়েছিল পাকিস্তান!
লকডাউন এর প্রথম দিকে, রোশনি বিশ্বাস নামে এক মহিলা রাজাবাজার চত্বরের মানুষের লকডাউন অমান্য করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পুলিশের সক্রিয়তায় দিকে আঙুল তোলেন।
এরপর গত ১৩ মে তার নামে বালিগঞ্জ থানায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়। তার পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়।
এরপরে তিনি হাইকোর্টের দ্বারস্থ হলে, হাইকোর্ট তাকে নির্দেশ দেয় কলকাতা পুলিশের সঙ্গে সহযোগিতা করার।
আশাহত হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রোশনিদেবী। এই দাবীতেই পশ্চিমবঙ্গ সরকার এবং কলকাতা পুলিশকে কড়া ভাষায় ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের দাবি, এরকম তুচ্ছ কারণে পুলিশ যদি সাধারণ মানুষের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন, তবে বাকস্বাধীনতা রক্ষার্থে আদালতকেই হস্তক্ষেপ করতে হবে।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- ড্রাইভিং লাইসেন্স (DL) টেস্ট স্লট বুকিং করার অনলাইন পদ্ধতি 2023
- আধার বায়োমেট্রিক্স Lock এবং Unlock অনলাইন কিভাবে করবেন 2023
- কিভাবে আধার ভার্চুয়াল আইডি (VID) পুনরুদ্ধার বা সন্ধান করবেন
- আধার কার্ড ভার্চুয়াল আইডি (VID) কিভাবে জেনারেট করবেন 2023
- ড্রাইভিং লাইসেন্সে জন্ম তারিখ (DOB) কীভাবে পরিবর্তন করবেন 2023
- আধার আপডেট আবেদন বাতিল করার অনলাইন পদ্ধতি 2023
- Vahan NR ই-পরিষেবা পোর্টাল কিভাবে রেজিস্ট্রেশন করবেন ২০২৩
- mParivahan অ্যাপে রেজিস্টার ও লগইন করার অনলাইন পদ্ধতি 2023
- ভারতে ট্রেনের টিকিট কীভাবে বুক করবেন (রিজার্ভেশন) অনলাইনে