Skip to content

দুর্গাপুর মহুকুমা হাসপাতালে বসতে চলেছে নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট

দুর্গাপুর: সারা ভারত জুড়ে করোনা সংক্রমণ প্রতিদিন বেড়েই চলেছে। সংক্রমণ এর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে অক্সিজেনের চাহিদাও বাড়ছে।

ভারতের বিভিন্ন অঞ্চলে অনেক পরিবার অক্সিজেনের সিলিন্ডার পেতে রোজ লড়াই করছে।

সরকার ইতিমধ্যে বিভিন্ন পিএসইউ থেকে ‘অক্সিজেন এক্সপ্রেস’ চালাচ্ছে যা অক্সিজেন পৌঁছে দিচ্ছে দেশের কোনায় কোনায়। ঠিক এমনই এক অক্সিজেন এক্সপ্রেস দুর্গাপুর থেকে দিল্লির জন্যেও রওনা দিয়েছে।

এখন দুর্গাপুরে অক্সিজেনের চাহিদা বৃদ্ধির বিরুদ্ধে লড়াইয়ের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতাল নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট পেতে চলেছে।

সূত্রের খবর অনুযায়ী, নার্সিং হোস্টেলের সামনে, প্ল্যান্টটি স্থাপন করা হবে।

কেন্দ্র ও রাজ্য সরকার যৌথ ভাবে এর উদ্যোগ নিয়েছেন। প্ল্যান্টটি নির্মাণের দায়িত্ব নিয়েছে এনএইচএএই (NHAI).

একবার স্থাপিত হয়ে গেলে, এই অক্সিজেন প্ল্যান্টটি প্রতিদিন ১০০০ লিটারের উত্পাদন ক্ষমতা রাখবে বলে আশা করা হচ্ছে।

অক্সিজেন বায়ু থেকে ঘনীভূত হবে, ফিল্টার হবে এবং তারপরে তরল অক্সিজেনে রূপান্তরিত হবে। এই তরল অক্সিজেনটি পরে পাইপলাইনের মাধ্যমে হাসপাতালের ওয়ার্ডগুলিতে রোগীদের সরবরাহ করা হবে।

কাজ শুরু হওয়ার ৭ দিনের মধ্যে অক্সিজেন উৎপাদন শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এর ফলে আর কেন রুগীকে অক্সিজেন এর অভাবে কষ্ট পেতে হবেনা।


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন