দুর্গাপুর: কোরোনার দ্বিতীয় ঢেউ এর সাথে এখন লড়ছে গোটা দেশ। দেশের বিভিন্ন জায়গায় যতই আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, ততই বেড়ে চলেছে অক্সিজেন এর চাহিদা।
আর তাই অক্সিজেন এর এই চাহিদা মেটাতে রেলের তরফে দেশের ভিবিন্ন প্রান্ত থেকে চালানো হচ্ছে ‘অক্সিজেন এক্সপ্রেস’
শনিবার এই ‘অক্সিজেন এক্সপ্রেস’ দুর্গাপুর স্টিল প্লান্ট থেকে ৬ টি কন্টেইনার নিয়ে রওনা দিলো দিল্লী।
কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে ক্রায়োজেনিক অক্সিজেন কন্টেইনার পানাগড়ে নিয়ে আসে ইন্ডিয়ান এয়ারফোর্স।
সেই কন্টেইনার এই ১২০ টন লিকুইড মেডিকেল অক্সিজেন লোড করা হয় দুর্গাপুর স্টিল প্লান্ট এর অক্সিজেন প্লান্টে।
এই কথা টুইট করে জানান রেল মন্ত্রী পীযূষ গোয়েল।
শনিবার সেই ৬ টি কন্টেইনার ১২০ টন তরল অক্সিজেন নিয়ে প্রথমে ট্রাক এ করে আসে দুর্গাপুর এর সাগরবাঙ্গা জোনাল সেন্টারে। সেকান থেকে কন্টেইনার গুলি রওনা দেয় দিল্লি।
Cover Pic: Source
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- গাড়ি বা বাইকের ফিটনেস সার্টিফিকেট PDF ডাউনলোড প্রক্রিয়া ২০২৩
- গাড়ি বা বাইকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC) ডাউনলোড প্রক্রিয়া ২০২৩
- RTO-তে করা আবেদনের স্টেটাস অনলাইনে কিভাবে চেক করবেন ২০২৩
- বাইক/গাড়ির নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) ডাউনলোড পদ্ধতি ২০২৩
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট ডাউনলোড (PDF) অনলাইন প্রক্রিয়া ২০২৩
- কৃষক বন্ধু আইডি নাম্বার চেক (সার্চ) করার অনলাইন পদ্ধতি ২০২৩
- স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন পদ্ধতি পশ্চিমবঙ্গ ২০২৩
- স্বাস্থ্য সাথী অনলাইন আবেদনের স্টেটাস চেক কীভাবে করবেন ২০২৩