Skip to content

এবার দুর্গাপুর থেকে ‘অক্সিজেন এক্সপ্রেস’ গেল দিল্লী

দুর্গাপুর: কোরোনার দ্বিতীয় ঢেউ এর সাথে এখন লড়ছে গোটা দেশ। দেশের বিভিন্ন জায়গায় যতই আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, ততই বেড়ে চলেছে অক্সিজেন এর চাহিদা।

আর তাই অক্সিজেন এর এই চাহিদা মেটাতে রেলের তরফে দেশের ভিবিন্ন প্রান্ত থেকে চালানো হচ্ছে ‘অক্সিজেন এক্সপ্রেস’

শনিবার এই ‘অক্সিজেন এক্সপ্রেস’ দুর্গাপুর স্টিল প্লান্ট থেকে ৬ টি কন্টেইনার নিয়ে রওনা দিলো দিল্লী।

কিছুদিন আগে সিঙ্গাপুর থেকে ক্রায়োজেনিক অক্সিজেন কন্টেইনার পানাগড়ে নিয়ে আসে ইন্ডিয়ান এয়ারফোর্স।

সেই কন্টেইনার এই ১২০ টন লিকুইড মেডিকেল অক্সিজেন লোড করা হয় দুর্গাপুর স্টিল প্লান্ট এর অক্সিজেন প্লান্টে।

এই কথা টুইট করে জানান রেল মন্ত্রী পীযূষ গোয়েল।

https://twitter.com/PiyushGoyal/status/1388404787062861826

শনিবার সেই ৬ টি কন্টেইনার ১২০ টন তরল অক্সিজেন নিয়ে প্রথমে ট্রাক এ করে আসে দুর্গাপুর এর সাগরবাঙ্গা জোনাল সেন্টারে। সেকান থেকে কন্টেইনার গুলি রওনা দেয় দিল্লি।

Cover Pic: Source


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন