দুর্গাপুর: কাল অর্থাৎ সোমবার, সেলের ২০০-বেড এর দ্বিতীয় করোনা হসপিটাল টি উদ্বোধন করলো দুর্গাপুর ইস্পাত কারখানা।
২০০ বেড এর এই জাম্বো কোভিড কেয়ার উনিটটিতে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করা হবে একটি পাইপলাইনের মাধ্যমে।
দুর্গাপুরের এই নতুন কোবিড কেয়ার ইউনিট টি রোগীদের সুবিধার্থে জিটি রোড এর কাছে অবস্থিত, সি.এইচ.আর. ডি ও ডিএসপি এর মধ্যবর্তি স্থানে।
ক্রিটিক্যাল উনিট গুলোর মধ্যে বিকল্প অক্সিজেন সিলিন্ডার সহ ব্যাটারী ব্যাকআপ এর পরিষেবা দেয়া আছে যাতে পরে প্রধান অক্সিজেন পাইপলাইনে কোনো রূপ অসুবিধা দেখা দিলে অক্সিজেন এর সংকট না দেখা যায়।
সব রকম স্বাস্থ্যসেবক দের জন্য টয়লেট, রান্না ঘরের আলাদা ব্যবস্থা করা হয়েছে। ও একটানা বিদ্যুৎ, জল এর ব্যবস্থাপনাও করা হয়েছে।
SAIL সবরকম প্রচেষ্টা করে যাচ্ছে যাতে রাউরকেল্লা, বার্নপুর, ভিলাই, বোকারো তেও একই ধরণের ৫০০-বেড করে জাম্বো কোবিড কেয়ার ইউনিট এর ব্যবস্থা করা যায়।
SAIL এর নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট থেকে অক্সিজেন ও সরবরাহ করছে দেশের কোনায় কোনায়।
দুর্গাপুরে ও বার্নপুর সংলগ্ন এলাকায় কোরোনা রোগীদের জন্য সেইল ৫০০ বেড এর জাম্বো কোভিড কেয়ার পরিসেবাও চালু করার পরিকল্পনা করেছে।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট ডাউনলোড (PDF) অনলাইন প্রক্রিয়া ২০২৩
- কৃষক বন্ধু আইডি নাম্বার চেক (সার্চ) করার অনলাইন পদ্ধতি ২০২৩
- স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন পদ্ধতি পশ্চিমবঙ্গ ২০২৩
- স্বাস্থ্য সাথী অনলাইন আবেদনের স্টেটাস চেক কীভাবে করবেন ২০২৩
- ভোটার আইডি-র সাথে আধার লিংক করার অনলাইন পদ্ধতি ২০২৩
- সিউড়ি-অন্ডাল-শিয়ালদহ রুটে নতুন ট্রেন চালু হচ্ছে ১ আগস্ট থেকে
- দুর্গাপুরে নতুন ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্টের (IXP) চালু করা হলো
- সরকারি হাসপাতালে অনলাইন OPD টিকিট বুকিং – SSKM, PG, NRS