দুর্গাপুর: কাল অর্থাৎ সোমবার, সেলের ২০০-বেড এর দ্বিতীয় করোনা হসপিটাল টি উদ্বোধন করলো দুর্গাপুর ইস্পাত কারখানা।
২০০ বেড এর এই জাম্বো কোভিড কেয়ার উনিটটিতে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করা হবে একটি পাইপলাইনের মাধ্যমে।
দুর্গাপুরের এই নতুন কোবিড কেয়ার ইউনিট টি রোগীদের সুবিধার্থে জিটি রোড এর কাছে অবস্থিত, সি.এইচ.আর. ডি ও ডিএসপি এর মধ্যবর্তি স্থানে।
ক্রিটিক্যাল উনিট গুলোর মধ্যে বিকল্প অক্সিজেন সিলিন্ডার সহ ব্যাটারী ব্যাকআপ এর পরিষেবা দেয়া আছে যাতে পরে প্রধান অক্সিজেন পাইপলাইনে কোনো রূপ অসুবিধা দেখা দিলে অক্সিজেন এর সংকট না দেখা যায়।
সব রকম স্বাস্থ্যসেবক দের জন্য টয়লেট, রান্না ঘরের আলাদা ব্যবস্থা করা হয়েছে। ও একটানা বিদ্যুৎ, জল এর ব্যবস্থাপনাও করা হয়েছে।
SAIL সবরকম প্রচেষ্টা করে যাচ্ছে যাতে রাউরকেল্লা, বার্নপুর, ভিলাই, বোকারো তেও একই ধরণের ৫০০-বেড করে জাম্বো কোবিড কেয়ার ইউনিট এর ব্যবস্থা করা যায়।
SAIL এর নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট থেকে অক্সিজেন ও সরবরাহ করছে দেশের কোনায় কোনায়।
দুর্গাপুরে ও বার্নপুর সংলগ্ন এলাকায় কোরোনা রোগীদের জন্য সেইল ৫০০ বেড এর জাম্বো কোভিড কেয়ার পরিসেবাও চালু করার পরিকল্পনা করেছে।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- ময়ূরাক্ষী এক্সপ্রেসের রুটে বড়ো বদল – দেখুন সময়সূচি
- অনলাইন দলিল নম্বর অনুসন্ধান করার সমস্ত পদ্ধতি পশ্চিমবঙ্গ ২০২২
- ৫টি অসাধারণ হিন্দু মন্দির যা ভারতের বাইরে অবস্থিত
- Happy Holi Wishes in Bengali | দোলযাত্রার শুভেচ্ছা বার্তা
- দুর্গাপুর থেকে গুয়াহাটির ফ্লাইট পরিষেবা শুরু হচ্ছে মার্চ মাসেই
- পশ্চিমবঙ্গ জন্ম শংসাপত্রের অনলাইন আবেদন ২০২২ (নতুন পদ্ধতি)
- ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নম্বর অনলাইনে কীভাবে পাবেন ২০২২
- পশ্চিমবঙ্গ জন্ম শংসাপত্রে শিশুর নাম রেজিস্ট্রেশন ২০২২
- দুর্গাপুর বিমানবন্দর থেকে দুর্গাপুর স্টেশন পর্যন্ত বাস পরিষেবা চালু