Skip to content

কোলফিল্ড এক্সপ্রেস সহ ১৬ টি ট্রেন অনির্দিষ্টকালের জন্য বাতিল

পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গে সমস্ত লোকাল ট্রেন বাতিল করার ঠিক একদিন পর এখন পূর্ব রেল ৭ ই মে থেকে ১৬ টি স্পেশাল ট্রেন বাতিল করেছে।

এর আগে, তারা শিয়ালদা – আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস সহ আরও ১৪ টি ট্রেন চলাচল বন্ধ করেছিল।

পূর্ব রেলওয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীর সংখ্যা কম থাকার কারণে এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে এবং পরবর্তী বিজ্ঞপ্তি অবধি বাতিল থাকবে।

বাতিল হওয়া ট্রেন এর তালিকা

Train no.Train NameCancelation w.e.f
02019Howrah – Ranchi Special07.05.2021
02020Ranchi – Howrah Special07.05.2021
02339Howrah – Dhanbad Special07.05.2021
02340Dhanbad – Howrah Special07.05.2021
03027Howrah – Azimganj Special07.05.2021
03028Azimganj – Howrah Special07.05.2021
03047Howrah – Rampurhat Special07.05.2021
03048Rampurhat – Howrah Special07.05.2021
03117Kolkata – Lalgola Special07.05.2021
03118Lalgola – Kolkata Special07.05.2021
03187Sealdah – Rampurhat Special07.05.2021
03188Rampurhat – Sealdah Special07.05.2021
03401Bhagalpur – Danapur Special07.05.2021
03402Danapur – Bhagalpur Special07.05.2021
03502Asansol – Haldia Special07.05.2021
03501Haldia – Asansol Special07.05.2021

আগের বছর ও এই সময় বাতিল হয়েছিল একাধিক ট্রেন। তার পর ট্রেন পরিষেবা চালু করা হয়েছিল প্রায় ১১ মাস পর।


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন