Skip to content

রাজ্যে বন্ধ লোকাল ট্রেন, বাজার খোলা রাখার সময়ে বদল

কলকাতা: রাজ্যে বাড়তে থাকা করোনা কেসের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫ মে নতুন বিধি নিষেধ জারি করলেন।

৫ মে একটি প্রেস মিটিং এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন সমস্ত লোকাল ট্রেন ৬ মে থেকে স্থগিত রাখা হবে করোনা সংক্রমণ কে নিয়ন্ত্রণে রাখার জন্য।

রাজ্য পরিবহন ও কলকাতা মেট্রো রেলের কার্যকারিতা সাধারণ দিনের চেয়ে ৫০% শতাংশ কমিয়ে দেওয়া হবে। মাননীয়া প্রত্যেককে মাস্ক পড়ার জন্য বিনীত অনুরোধ করেছেন।

বাজার, হাট ও সতন্ত্র রিটেল দোকানগুলি ইত্যাদি সকাল ৭-১০টা ও বিকেল ৫-৭ খোলা রাখার জন্য নির্দেশিকা দিলেন। সাথে তিনি জিম, বিউটিপার্লার ও শপিংমল সম্পূর্ণ ভাবে বন্ধ রাখার জন্য অনুরোধ করেছেন।

ব্যাঙ্ক খুলে রাখার সময় বেঁধে দেওয়া হলো সকাল ১০টা থেকে দুপুর ২টো অব্দি।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স এও নির্দেশনা দিলেন যে বেড়ে চলা করোনা সংক্রমণের জন্য এবার থেকে রাজ্যে সরকারের সমস্ত অফিস কর্মচারীদের ৫০% হাজিরা দিতে হবে।

এছাড়া কোনো জায়গায় অনুষ্ঠান, জমায়েত ও জনজট সম্পূর্ণ ভাবে নিষেধাজ্ঞা জারি করেছেন।


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন