মাছ ধরতে গিয়ে এক তিমির মুখের মধ্যে ঢুকে গিয়েও জ্যান্ত ফিরে এলেন এক মৎস্যজীবী।
হাঁ! ঠিক এমনটাই ঘটেছে আমেরিকার এক ৫৬ বছরের মৎস্যজীবী মাইকেল পাকর্ড এর সাথে।
তিমির মুখ থেকে ফিরে এসে তিনি নেট এর মাধ্যমে জানান, তিনি একজন “lobster diver” ।
শুক্রবার লবস্টার ধরতে এক সহকর্মীর সাথে আমেরিকার এক দিপে যান তিনি।
সমুদ্রগর্ভ প্রায় ৪৫ ফুট জলের গভীরে যেতেই আচমকা এক ধাক্কা অনুভব করেন মাইকেল। তারপরই হঠাৎ চারিদিকে অন্ধকার হয়ে আসে।
এরপর তিনি অনুভব করেন যে তিনি ক্রমশ এগিয়ে যাচ্ছেন।
সমুদ্রের যে অংশে তিনি লবস্টার ধরতে গিয়েছিলেন সেখানে হাঙ্গরের উপদ্রব আছে। তাই প্রথমে তিনি ভেবেছিলেন যে তিনি কোন হাঙ্গরের কবলে পড়েছেন বা কোন হাঙ্গর তাকে টেনে এগিয়ে নিয়ে যাচ্ছে।
কিন্তু শিগ্রহী তিনি বুঝতে পারেন জে এ কোন হাঙ্গরে নয়, এক আস্ত তিমির মুখের মধ্যে আছেন মাইকেল ও সেই টিমি টি তাকে ক্রমশই গেলার চেষ্টা করছে।
মাইকেল বুঝতে পারেন যে তার শেষ সময় এসে গেছে। মনে করতে থাকেন তার সন্তান ও পরিবারের কথা।
এই অবস্থায় এখন কি করা উচিত এই নিয়ে যখন রীতিমতো চিন্তায় পড়ে ছিলেন মাইকেল, তখন হটাৎ ই তিমিটি জলস্তরে এসে তাকে উগরে ফেলে।
জলের উপর কিছুটা দূরে ছিটকে পড়েন মাইকেল।
তিমির মুখের ভেতরে তিনি ছিলেন প্রায় ৩০ সেকেন্ড এর মত। ততক্ষন তার সাস প্রসাস একবারে সাধারণভাবে চলছিল বলে জানিয়েছেন তিনি।
তিমি বিশেষজ্ঞ জ্যাক রোবিন্স জানিয়েছেন যে, এই সময় বাচ্চা তিমি মাছেদের খাবার হিসেবে গ্রহণ করে। মাইকেল সেই সময় কোন প্রকার তিমির মুখের মধ্যে ঢুকে পড়েন।
তিনি এও বলেছেন যে তাকে গিলতে না পেরে উগরে দেয় তিমিটি।
সহযোগী যোশীআ মিও জলের মধ্যে আলোড়ন অনুভব করেন ও সাঁতরে আসা মাইকেলকে উদ্ধার করেন তারপর তাকে তড়িঘড়ি হাসপাতাল নিয়ে আসেন।
শরীরে অল্পবিস্তর ব্যথা অনুভব করছিলেন মাইকেল।
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- প্রতিবন্ধী শংসাপত্রের স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী শংসাপত্র (PDF) কীভাবে ডাউনলোড করবেন 2023
- পশ্চিমবঙ্গ জন্ম শংসাপত্র সংশোধন অনলাইনে কিভাবে করবেন 2023
- রোড ট্যাক্স/রেজিস্ট্রেশন ফি পেমেন্ট রসিদ কিভাবে ডাউনলোড করবেন 2023
- পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী শংসাপত্রের আবেদন কীভাবে করবেন অনলাইনে
- ড্রাইভিং লাইসেন্স (DL) আবেদন অনলাইনে বাতিল করার পদ্ধতি 2023
- IRCTC ই-ওয়ালেটে কিভাবে টাকা ভোরবেন অনলাইনে জেনে নিন 2023
- IRCTC ই-ওয়ালেট রেজিস্ট্রেশন (Activate) করার অনলাইন পদ্ধতি 2023
- মাটির কথা পোর্টাল পশ্চিমবঙ্গ – সুবিধা, লাইসেন্সের আবেদন 2023