ভারতীয় রেল যে সমস্ত নতুন ট্রেন চালু করেছে বা করবে, তাতে প্রায় ই দেখা যাচ্ছে বেশকিছু ট্রেনের বেশকিছু স্টপেজ তুলে নেওয়া হয়েছে।
আর এই সকল স্টপেজ তুলে নেওয়ার কারণে ট্রেনের পরের স্টপেজে বা গন্তব্যে পৌঁছানোর সময় অনেকটা কমেছে। এছাড়াও ভারতীয় রেলের তরফ থেকে বেশকিছু ট্রেনের সময়সীমাও পরিবর্তন করা হচ্ছে।
আর এই পরিবর্তনের কারণে বিভ্রান্তির মুখে পড়ছেন বহু যাত্রী। ইতিমধ্যেই বেশ কিছু যাত্রীর ট্রেন মিস করার খবর শোনা গিয়েছে পুরো রাজ্য জুড়ে।
আর এই সকল ঝামেলা থেকে যাত্রীদের দূরে রাখতে ভারতীয় রেলের তরফ থেকে নেওয়া হয়েছে একটি অভিনব উদ্যোগ।
এই নতুন সময়সূচী এখন থেকে যাত্রীরা খুব সহজেই জানতে পারবেন NTES App অথবা পূর্ব রেলের অফিশিয়াল ওয়েবসাইট https://er.indianrailways.gov.in থেকে।
এর আগে, ট্রেনের টাইম টেবিল অথবা ট্রেনের যাত্রাপথ ও বর্তমান স্থিতি সব ই জানা যেত বিভিন্ন বেসরকারি অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে।
রেলের তরফ থেকে বলা হয়েছে ডিসেম্বর থেকে ‘জিরো বেসড’ টাইম টেবিল অনুযায়ী ট্রেন চলবে। ফলে বহু ট্রেনের সময় এগিয়ে আনা হতে পারে।
NTES App-এর মাধ্যমে শুধু ট্রেনের টাইমটেবিল নয়, পাশাপাশি একাধিক সুবিধা রয়েছে।
এই অ্যাপটির মাধ্যমে ট্রেনের বর্তমান স্থিতি, বর্তমান স্টেশন সহ একাধিক পরিষেবার লাব উঠাতে পারবেন যাত্রীরা।
এর পাশাপাশি এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা জানতে পারবেন কোনো নির্দিষ্ট স্টেশন থেকে অন্য কোনো নির্দিষ্ট স্টেশনে যাওয়ার জন্য আগামী কয়েক ঘণ্টার মধ্যে কি কি ট্রেন ছাড়বে।
শুধু তাই নয়, আগামী দিনে কোন দিন কি ট্রেন রয়েছে তাও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে। সাথে বাতিল হওয়া ট্রেনের বিবরণ দেওয়ার পাশাপাশি এই অ্যাপ থেকে জানা যাবে কোনো ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে কিনা।
একটি অ্যাপের মাধ্যমে ট্রেন সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান হবে বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- প্রতিবন্ধী শংসাপত্রের স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী শংসাপত্র (PDF) কীভাবে ডাউনলোড করবেন 2023
- পশ্চিমবঙ্গ জন্ম শংসাপত্র সংশোধন অনলাইনে কিভাবে করবেন 2023
- রোড ট্যাক্স/রেজিস্ট্রেশন ফি পেমেন্ট রসিদ কিভাবে ডাউনলোড করবেন 2023
- পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী শংসাপত্রের আবেদন কীভাবে করবেন অনলাইনে
- ড্রাইভিং লাইসেন্স (DL) আবেদন অনলাইনে বাতিল করার পদ্ধতি 2023
- IRCTC ই-ওয়ালেটে কিভাবে টাকা ভোরবেন অনলাইনে জেনে নিন 2023
- IRCTC ই-ওয়ালেট রেজিস্ট্রেশন (Activate) করার অনলাইন পদ্ধতি 2023
- মাটির কথা পোর্টাল পশ্চিমবঙ্গ – সুবিধা, লাইসেন্সের আবেদন 2023