Skip to content

অবশেষে পশ্চিমবঙ্গে চালু হচ্ছে লোকাল ট্রেন – ছাড় দেওয়া হলো আরো কিছু ক্ষেত্রে

কলকাতা: আংশিক লকডাউন এর মেয়াদ বাড়ানো হলো আরো ৩০ দিন, অর্থাৎ তা ৩০ নবেম্বর অবধি চলবে।

এই আংশিক লকডাউন বাড়ানোর কথা শুক্রবার এক সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী যে যে বিধি নিষেধ চলছিল তা প্রায় পুরোটাই এক আছে, সাথে আলগা করা হয়েছে কিছু বিধিনিষেধ।

আংশিক লোকডাউন এ দেওয়া ছাড় ও নতুন বিধিনিষেধ এর মধ্যে কিছু উল্লেখযোগ্য পয়েন্টস:

  1. লোকাল ট্রেনগুলি ৫০% আসন এর সাথে চালু হতে পারে।
  2. IX – XII এর জন্য স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণ করে ১৬.১১.২০২১ তারিখে খুলবে৷
  3. সিনেমা হল, শপিং মল, অডিটোরিয়াম, জিম ৭০% লোক নিয়ে পরিচালনা করার অনুমতি দেওয়া যেতে পারে।
  4. প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কোচিং সেন্টার ৭০% স্টুডেন্ট নিয়ে চালু হতে পারে।
  5. রেস্তোরাঁ এবং বার ৭০% বসার ক্ষমতা নিয়ে খোলা যেতে পারে।
  6. হলের ৭০% ক্ষমতা সহ বিয়ের অনুষ্ঠান সহ অন্যান্ন সামাজিক জমায়েতের অনুমতি দেওয়া যেতে পারে।

অফিসিয়াল নোটিশ টি নিচে দেওয়া রইলো:


সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন