কলকাতা : পশ্চিমবঙ্গের আংশিক লকডাউন এর মেয়াদ বাড়ানো হলো ১৫ দিন।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি প্রেস কনফারেন্সে বলেন যে জুন মাসের ১৫ তারিখ অব্দি আংশিক লকডাউন এর সময়সীমা বাড়ানো হলো।
তিনি আরো বলেন যে এটিকে লকডাউন না বলার কথা কারণ এটিতে সম্পূর্ণ লকডাউন হচ্ছে না।
পশ্চিমবঙ্গের যে সমস্ত গাইডলাইনস প্রযোজ্য রয়েছে সেগুলোতে খুব একটা বদল আনা হয়নি।
ব্যাঙ্ক এর সাথে সাথে এবার পেট্রল পাম্প ও দুপুর ২তো অব্দি খোলা থাকবে।
এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরও বলেন যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুলাই – অগাস্ট মাসে হবে।
তিনি এও জানান যে শুধুমাত্র ১২টি অত্যাবশ্যক বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। বাকি পরীক্ষার নম্বর ঠিক করা হবে এসাইনমেন্ট এর উপরে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় হোম সেন্টার অর্থাৎ যে স্কুলে নাম নথিভুক্ত আছে সেই স্কুলেই নেওয়া হবে।
পরীক্ষার সময় সীমা কমিয়ে ৯০ মিনিট করার কথা জানিয়েছেন তিনি।
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- গাড়ি বা বাইকের ফিটনেস সার্টিফিকেট PDF ডাউনলোড প্রক্রিয়া ২০২৩
- গাড়ি বা বাইকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC) ডাউনলোড প্রক্রিয়া ২০২৩
- RTO-তে করা আবেদনের স্টেটাস অনলাইনে কিভাবে চেক করবেন ২০২৩
- বাইক/গাড়ির নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) ডাউনলোড পদ্ধতি ২০২৩
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট ডাউনলোড (PDF) অনলাইন প্রক্রিয়া ২০২৩
- কৃষক বন্ধু আইডি নাম্বার চেক (সার্চ) করার অনলাইন পদ্ধতি ২০২৩
- স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন পদ্ধতি পশ্চিমবঙ্গ ২০২৩
- স্বাস্থ্য সাথী অনলাইন আবেদনের স্টেটাস চেক কীভাবে করবেন ২০২৩