Skip to content

কাল থেকে বন্ধ স্কুল, পশ্চিমবঙ্গে জারি করা হলো নতুন বিধিনিষেধ

কলকাতা: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে কাল থেকে নতুন বিধিনিষেধ জারি করার সিদ্ধান্ত নিয়েছে।

নতুন বিধিনিষেধ ১৫ই জানুয়ারী ২০২২ পর্যন্ত প্রযোজ্য হবে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যে জারি করা নির্দেশিকাগুলিতে কিছু পরিবর্তন করা হয়েছে এবং বেশ কয়েকটি নতুন বিধিনিষেধ যোগ করা হয়েছে।

ইতিমধ্যেই প্রযোজ্য বিধিনিষেধগুলি ছাড়াও পশ্চিমবঙ্গে ১৫ই জানুয়ারী ২০২২ পর্যন্ত প্রযোজ্য নির্দেশিকা এবং বিধিনিষেধগুলির তালিকা নীচে উল্লেখ করা রইলো:

  1. স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। ৫০% কর্মচারীর সাথে শুধুমাত্র প্রশাসনিক কার্যক্রমের অনুমতি দেওয়া হবে।
  2. সরকারী প্রতিষ্ঠান সহ সকল সরকারী অফিস ৫০% কর্মচারীর সাথে কাজ করতে পারবে। যতদূর সম্ভব বাড়ি থেকে কাজ করাকে উৎসাহিত করা হবে।
  3. সমস্ত বেসরকারী অফিস এবং প্রতিষ্ঠানগুলি ৫০% কর্মচারী নিয়ে কাজ করবে। যতদূর সম্ভব বাড়ি থেকে কাজ করাকে উৎসাহিত করা হবে।
  4. সুইমিং পুল, স্পা, জিম, বিউটি পার্লার, সেলুন বন্ধ থাকবে।
  5. সব বিনোদন পার্ক, চিড়িয়াখানা, পর্যটন স্থান বন্ধ থাকবে।
  6. শপিং মল এবং মার্কেট কমপ্লেক্সগুলিতে ৫০% লোক প্রবেশ করতে পারবেন রাত ১০ টা পর্যন্ত খোলা থাকবে।
  7. রেস্তোরাঁ এবং বারগুলিতে ৫০% লোক প্রবেশ করতে পারবেন এবং রাত ১০ টা পর্যন্ত খোলা থাকবে।
  8. সিনেমা হল এবং থিয়েটার হলগুলিতে বসার আসনের ৫০% লোক প্রবেশ করতে পারবেন এবং রাত ১০ টা পর্যন্ত খোলা থাকবে।
  9. এক সময়ে সর্বাধিক ২০০ জন বা হলের বসার আসনের ৫০% লোক, নিয়ে সভা এবং সম্মেলনের অনুমতি দেওয়া হবে।
  10. কোন সামাজিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক সমাবেশের জন্য একসাথে ৫০ জনের বেশি লোকের অনুমতি দেওয়া যাবে না।
  11. বিবাহ সম্পর্কিত অনুষ্ঠানের জন্য ৫০ জনের বেশি ব্যক্তিকে অনুমতি দেওয়া হবে না।
  12. অন্ত্যেষ্টিক্রিয়া/দাফন পরিষেবা এবং শেষকৃত্যের জন্য ২০ জনের বেশি ব্যক্তিকে অনুমতি দেওয়া হবে না।
  13. লোকাল ট্রেনগুলি ৫০% বসার ক্ষমতা সহ সন্ধে ৭টা পর্যন্ত চলবে।
  14. মেট্রো পরিষেবাগুলি স্বাভাবিক অপারেশনাল সময় অনুযায়ী 50% বসার ক্ষমতা নিয়ে কাজ করবে।
  15. রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত মানুষ ও যানবাহন চলাচল এবং যেকোনো ধরনের জনসমাবেশ নিষিদ্ধ থাকবে। শুধুমাত্র অত্যাবশ্যকীয় এবং জরুরী পরিষেবার অনুমতি দেওয়া হবে।

উপরে উল্লিখিত বিধিনিষেধগুলি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে।


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন