শারদীয়া সেরা উৎসব দুর্গাপূজার পরেই নভেম্বর ও ডিসেম্বর মিলিয়ে পরপর উৎসবে মাততে চলেছেন বাংলার মানুষজন।
কালীপূজা, দীপাবলি, ছট পূজা, জগদ্ধাত্রী পূজার থেকে শুরু করে বড়দিন নিউ ইয়ার প্রত্যেকটা উৎসবে ফাটানো হবে বাজি।
পরিবেশের কথা মাথায় রেখেই কয়েকটি নিয়মাবলী প্রকাশ করলেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পরিষদ।
কবে কখন এবং কি কি বাজি পোড়ানো যাবে সেই নিয়ম নিচে দেওয়া রইল:
- দীপাবলির দিন রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে।
- ছট পুজোর দিন সকাল ৬ টা থেকে সকাল ৮টা অবধি আতশবাজি পোড়ানো যাবে।
- বিশেষ ছাড় দেওয়া হলো আতশ বাজি পোড়ানোর ব্যাপারে বড়দিন সহ নতুন বছরের আগমনে।
- ২৪ ও ৩১ ডিসেম্বর রাত্রে শুধু মাত্র ৩৫ মিনিট পোরানো চলবে আতশবাজি অর্থাৎ ১১:৫৫ মিনিট থেকে ১২:৩০টা পর্যন্ত পোড়ানো যাবে পরিবেশবান্ধব আতশবাজি।
- আতশবাজি হতে হবে পরিবেশ বান্ধব।
- আতশবাজি উন্নয়ন সমিতির মেলাতেও কোন প্রকার শব্দ বাজি বিক্রি হবে না।
এই সমস্ত নিয়মাবলী মানুষজন মেনে চলে পরিবেশ সুরক্ষিত থাকবে এবং উৎসবের আনন্দ ও বজায় থাকবে।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- পশ্চিমবঙ্গে EWS সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন (৩ ধাপে)
- পশ্চিমবঙ্গে EWS শংসাপত্রের স্ট্যাটাস চেক কীভাবে করবেন জেনে নিন
- পশ্চিমবঙ্গ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC)-র আবেদন কিভাবে করবেন
- WBSEDCL পোর্টালে একটি অ্যাকাউন্ট কিভাবে তৈরি (রেজিস্টার) করবেন
- PM Kisan রেজিস্ট্রেশন নম্বর অনলাইনে কীভাবে খুঁজে পাবেন
- WBSEDCL বিদ্যুৎ বিল অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন
- WBSEDCL পেমেন্ট রসিদ অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন
- পুরোনো (ম্যানুয়াল) জাতি শংসাপত্র কিভাবে ডিজিটাল করবেন জেনে নিন
- কাস্ট সার্টিফিকেট ডিজিটাইজেশন স্ট্যাটাস চেক কিভাবে করবেন 2024