এবার করোনা ভ্যাকসিনের দাম বেঁধে দিলো কেন্দ্রীয় সরকার। গত ৮ই জুন, একটি সরকারি বিবৃতিতে ভ্যাকসিনের নয়া দাম ধার্য করা হয়েছে।
এতে বেসরকারি হাসপাতালগুলিতে ভ্যাকসিনের ধার্য দামের ওপর প্রভাব পড়বে। নয়া বিবৃতি অনুযায়ী, কোভিসিল্ড, কোভ্যাকসিন এবং স্পুটনিক V এর দাম পড়বে যথাক্রমে ₹৭৮০, ₹১৪৫০ এবং ₹১১৪৫।
এই দামগুলির মধ্যে ভ্যাকসিনগুলির নির্ধারিত মূল্য, GST এবং বেসরকারি হাসপাতালগুলির পরিষেবার কথা মাথায় রেখে সার্ভিস চার্জ বাবদ ₹১৫০ অন্তর্ভুক্ত।
সরকারি এই নয়া বিবৃতিতে অনেকটাই রাশ পড়বে ভ্যাকসিনের চড়া দামে। কোনো বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষই সরকারের ধার্য দামের বেশি ভ্যাকসিনের দাম জনসাধারণের কাছ থেকে নিতে পারবে না।
আর যদি এই উপদেশ লঙ্ঘন করা হয়, তবে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যাবস্থা করা হতে পারে।
এই নয়া দামের তালিকা Co-WIN অ্যাপেও অন্তর্ভুক্ত করা হয়েছে, ভ্যাকসিনের পুরনো দামের পরিবর্তে। ভ্যাকসিনের কালোবাজারি এই রুখতে দৃঢ় পদক্ষেপ একান্ত কাম্য ছিল।
সরকারি বিবৃতিতে এও জানানো হয়েছে যে, যদি কোনো ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ভ্যাকসিনের দামে পরিবর্তন আনে, তবে পুনরায় বেসরকারি টিকাকরণ কেন্দ্রগুলিতে ভ্যাকসিনের দামে পরিবর্তন আনা হবে।
নির্ধারিত দাম অনুসারে বেসরকারি টিকাকরণ কেন্দ্রগুলিতে ভ্যাকসিন বন্টন হচ্ছে কিনা, তা দেখার জন্য নিয়মিত খোঁজ রাখা হবে।
বেসরকারি হাসপাতালগুলিতে টিকাকরণ নিয়ে এতদিন যে দামের হেরফের ঘটছিল, তাতে বহু মানুষই অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। জনগণের হয়রানির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে সরকার, এমনটাই বিবৃতিতে জানানো হয়েছে।
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- প্রতিবন্ধী শংসাপত্রের স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী শংসাপত্র (PDF) কীভাবে ডাউনলোড করবেন 2023
- পশ্চিমবঙ্গ জন্ম শংসাপত্র সংশোধন অনলাইনে কিভাবে করবেন 2023
- রোড ট্যাক্স/রেজিস্ট্রেশন ফি পেমেন্ট রসিদ কিভাবে ডাউনলোড করবেন 2023
- পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী শংসাপত্রের আবেদন কীভাবে করবেন অনলাইনে
- ড্রাইভিং লাইসেন্স (DL) আবেদন অনলাইনে বাতিল করার পদ্ধতি 2023
- IRCTC ই-ওয়ালেটে কিভাবে টাকা ভোরবেন অনলাইনে জেনে নিন 2023
- IRCTC ই-ওয়ালেট রেজিস্ট্রেশন (Activate) করার অনলাইন পদ্ধতি 2023
- মাটির কথা পোর্টাল পশ্চিমবঙ্গ – সুবিধা, লাইসেন্সের আবেদন 2023