বৈজ্ঞানিক নাম এনটিরহিনাম, যা চলতি কথায় বলা হয় সন্যাপড্রাগণ।
ঘর বাড়ী ও বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে ভূমিকা অপরিসীম প্রস্ফুটিত হয়ে থাকে নানান রঙের ফুল গুলি নিয়ে। ড্রাগন এর মাথার আকারে ফুল গুলি ধরে থাকে, তাই তাকে বলা হয় স্ন্যাপ ড্রাগন।
শুনলে অবাক হবেন যে, যখন এই গাছ এর ফুলগুলি শুকিয়ে যায়, অবিকল দেখতে লাগে, মানুষের মাথার খু’লির মত।
বুড়ো আঙুল ও অনামিকার মধ্যে দিয়ে যখন চাপ দেওয়া হয়, মনে হবে খু’লির মুখটি খুলবে আর বন্ধ হবে।
সুন্দর উজ্জ্বল ফুলগুলি মরে গেলেই বীজ শুঁটি টি ফেলে রেখে যায়, যা একটি মজার ভীতিকর জিনিস সৃষ্টি করে- একটি খয়েরী মানুষের খুলি ক’ঙ্কাল।
এই স্ন্যাপ ড্রাগন উদ্ভিত টিকে কে ঘিরে অনেক শ্রুতি আছে। পুরাতন কালে অনেকেই বিশ্বাস করতেন এটির একটি অলৌকিক ক্ষমতা আছে।
বাগানে লাগলে এই স্ন্যাপ ড্রাগন এর ফুল অথবা বীজ গুলি যেকোনো প্রতারণা, অভিশাপ ও ডাইনিজাদু বিদ্যা থেকে ঘরের মানুষদের রক্ষা করে।
ভিক্টোরিয়া ভাষায়, এই ফুলগাছ টি ঘরে থাকলে ভালো সময় ও ভাগ্যও ফেরে বলে অনেকের অনুমান ।
শুধু তাই নয়, স্ত্রী ও মহিলারা অনেকেই এই বীজ খেত নিজদের যৌবন ও ত্বকের বয়সকে ধরে রাখার জন্য। তারা বলতো এটি একটি অ্যান্টি এজিং লোশন। মনে হয় পুরনো সময় এ কমনীয় ত্বকের এটাই রহস্য!
আপনি যদি ভাবেন এই গাছটি ঘরে লাগাবেন তবে বলে রাখা ভালো, এই গাছ শীতের সময় ভালো হয়, শীতের তাপ বা রোদ এদের বেশি প্রয়োজন। তাই বসন্ত ঋতুর আগেই লাগিয়ে ফেলুন এই গাছ।
আপনি এই ফুলের বীজ Amazon থেকেও কিনতে পারেন।
প্রথম কয়েকটি সপ্তাহ জল দিন পর্যাপ্ত আর তারপর থেকে ১ সপ্তাহে ১ ইঞ্চি করে জল দিয়ে রাখুন। গাছটি ৬ ইঞ্চি থেকে ৩ ফিট অবধি লম্বা হয়।
যখন শুকিয়ে যাবে এই গাছ ছোট্ট মানুষের খু’লি ছেড়ে যাবে। মনে করে সংগ্রহ করে রাখবেন!
এই অদ্ভুতুড়ে উদ্ভিদটি সাধারণত ইউরোপে, আমেরিকা ও উত্তর আফ্রিকার পাথর এর মধ্যে দেখা যায়।
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- পশ্চিমবঙ্গ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC)-র আবেদন কিভাবে করবেন
- WBSEDCL পোর্টালে একটি অ্যাকাউন্ট কিভাবে তৈরি (রেজিস্টার) করবেন
- PM Kisan রেজিস্ট্রেশন নম্বর অনলাইনে কীভাবে খুঁজে পাবেন
- WBSEDCL বিদ্যুৎ বিল অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন
- WBSEDCL পেমেন্ট রসিদ অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন
- পুরোনো (ম্যানুয়াল) জাতি শংসাপত্র কিভাবে ডিজিটাল করবেন জেনে নিন
- কাস্ট সার্টিফিকেট ডিজিটাইজেশন স্ট্যাটাস চেক কিভাবে করবেন 2024
- সামস্য সমাধন (জন সংযোগ) প্রকল্প পশ্চিমবঙ্গ 2024 – সমস্ত তথ্য
- স্বাস্থ্য সাথী কার্ড ব্যালেন্স চেক করার অনলাইন পদ্ধতি 2024