Skip to content

হনুমান এর মুখের মত হুবহু দেখতে এই ফুল, মিষ্টি সুগন্ধী সহ নাম মাংকি অর্কিড

আপনি কি জানেন আমাদের পৃথিবীতে কত বিশিষ্ট বিশিষ্ট উদ্ভিদ আছে যা হয়ত আমাদের নাগালের বাইরে এবং আমরা তার ব্যাপারে কল্পনাও করতে পারবো না?

শুনলে অবাক হবেন এমনই এক সুন্দর উদ্ভিদ আছে যা হুবহু হনুমানের মুখের মত দেখতে যাকে বলা হয় মাংকি অর্কিড যা এক ফুলের প্রজাতি।

দক্ষিণ-পূর্ব ইকুয়েডরে ক্রান্তীয় উচ্চভূমি তে ড্রাকুলা সিমিয়া নামে একটি উদ্ভিদ আছে যা ছোট্ট ড্রাগন হনুমানের মত দেখতে যার দুই হাজার মিটার পর্বতমালার উচ্চতায় পাওয়া যায়।

প্রকৃতির কোলে এমন উদ্ভট প্রকৃতির গাছ পালা দেখার সৌভাগ্য যদিও আমাদের হয়না, তাও জানতে পেরে বেশ ভালো লাগে।

এই ফুল গুলির সব চেয়ে বিশিষ্ট জিনিস হলো হনুমানের ন্যায় লম্বা মুখ, যা একগুচ্ছ লম্বা পাপড়ির দিয়ে যা তৈরি হয়।

দুটি বৃতাংশ লম্বা হয়ে মাঝখানে মৃত রিঙ্গের মতো তৈরি করে যা হনুমানের মতোই দেখতে। একটি মিষ্টি পাকা কমলালেবুর সুরভী দেয় এই মাংকি অর্কিড গাছটি।

যেকোনো সময় এ এই অদ্ভুত প্রজাতির গাছটি প্রস্ফুটিত হয়।

এইরকম আরো ১১০ রকমের ড্রাকুলা বংশের ফুল আছে যার মধ্যে ড্রাকুলা আমালি এবং ড্রাকুলা গিগস ও একটু অন্য প্রজাতির তবে হনুমানের মুখের মতনই, শুধু রং ও আকার এ একটু আলাদা।


সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন