Skip to content

অবশেষে স্বস্তি – জল পেলো দুর্গাপুরের কিছু অংশ

দুর্গাপুর: অবশেষে স্বস্তি পেলেন দুর্গাপুরবাসী।

আজ সন্ধ্যা থেকে দুর্গাপুরের কিছু জায়গায় আসতে থাকে জল।

বিগত কয়েকদিনের জল সংকট এর পর শেষমেস বৃহস্পতিবার রাতে ব্যারেজ এ জল আসতে শুরু করেছিল।



এর পর ফিডার পাইপ এ জল ভর্তি হতে শুক্রবার দুপুর হয়েছে।

জল প্রথমে আসে ডিপিএল পাম্পিং স্টেশনে। কতৃপক্ষের কথা অনুযায়ী ডিপিএল শীঘ্রই বিদ্যুৎ উৎপাদন, যা জলের অভাবে কিছুদিন বন্ধ ছিল, তা শুরু করবে।

তারপর সন্ধ্যের দিক করে ডিপিএল সংলগ্ন সব জায়গাতেই জল আসতে শুরু করে।

কলের জল আসতেই অনেকেই সেই ছবি তুলে ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন।

দেখুন এক ভিডিও:

তবে স্টিল টাউনশিপ এ সমস্ত এলাকায় জল আসতে শনিবার সকাল এ হয়ে যেতে পারে।



সব জায়গায় জল না পৌঁছানোর জন্য অনেক মানুষই ক্ষিপ্ত। দুর্গাপুরের সব অঞ্চলে এখনো জল না আসায়, অনেক মানুষই অপেক্ষা করছেন শনিবার সকালের।

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন