দুর্গাপুর: অবশেষে স্বস্তি পেলেন দুর্গাপুরবাসী।
আজ সন্ধ্যা থেকে দুর্গাপুরের কিছু জায়গায় আসতে থাকে জল।
বিগত কয়েকদিনের জল সংকট এর পর শেষমেস বৃহস্পতিবার রাতে ব্যারেজ এ জল আসতে শুরু করেছিল।
এর পর ফিডার পাইপ এ জল ভর্তি হতে শুক্রবার দুপুর হয়েছে।
জল প্রথমে আসে ডিপিএল পাম্পিং স্টেশনে। কতৃপক্ষের কথা অনুযায়ী ডিপিএল শীঘ্রই বিদ্যুৎ উৎপাদন, যা জলের অভাবে কিছুদিন বন্ধ ছিল, তা শুরু করবে।
তারপর সন্ধ্যের দিক করে ডিপিএল সংলগ্ন সব জায়গাতেই জল আসতে শুরু করে।
কলের জল আসতেই অনেকেই সেই ছবি তুলে ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন।
দেখুন এক ভিডিও:
তবে স্টিল টাউনশিপ এ সমস্ত এলাকায় জল আসতে শনিবার সকাল এ হয়ে যেতে পারে।
সব জায়গায় জল না পৌঁছানোর জন্য অনেক মানুষই ক্ষিপ্ত। দুর্গাপুরের সব অঞ্চলে এখনো জল না আসায়, অনেক মানুষই অপেক্ষা করছেন শনিবার সকালের।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- ময়ূরাক্ষী এক্সপ্রেসের রুটে বড়ো বদল – দেখুন সময়সূচি
- অনলাইন দলিল নম্বর অনুসন্ধান করার সমস্ত পদ্ধতি পশ্চিমবঙ্গ ২০২২
- ৫টি অসাধারণ হিন্দু মন্দির যা ভারতের বাইরে অবস্থিত
- Happy Holi Wishes in Bengali | দোলযাত্রার শুভেচ্ছা বার্তা
- দুর্গাপুর থেকে গুয়াহাটির ফ্লাইট পরিষেবা শুরু হচ্ছে মার্চ মাসেই
- পশ্চিমবঙ্গ জন্ম শংসাপত্রের অনলাইন আবেদন ২০২২ (নতুন পদ্ধতি)
- ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নম্বর অনলাইনে কীভাবে পাবেন ২০২২
- পশ্চিমবঙ্গ জন্ম শংসাপত্রে শিশুর নাম রেজিস্ট্রেশন ২০২২
- দুর্গাপুর বিমানবন্দর থেকে দুর্গাপুর স্টেশন পর্যন্ত বাস পরিষেবা চালু