Skip to content

অক্সিজেন এর সমস্যা মেটাতে সস্তার অক্সিজেন কনসেনট্রেটার বানালো NIT Durgapur

দুর্গাপুর: গোটা দেশ জুড়ে এখন চলছে অক্সিজেন এর সংকট। অক্সিজেন এর অভাবে মারা যাচ্ছে বহু মানুষ।

ভারতে অক্সিজেন সংকট মোকাবিলার জন্য এনআইটি দুর্গাপুরের এক অধ্যাপক ও তার টীম সস্তার অক্সিজেন কনসেনট্রেটার তৈরী করলেন।

বিদেশ থেকে আমদানি করা অক্সিজেন কনসেনট্রেটরের দামের থেকে অর্ধেক দামে পাওয়া যাবে এই মেশিন বলে দাবি করছেন তারা।

বাজারে অক্সিজেন কনসেনট্রেটার থাকলেও তা মধ্যবিত্তর নাগালের বাইরে। আর সেকথা ভেবেই এই সস্তার অক্সিজেন কনসেনট্রেটার বানিয়েছেন NIT দুর্গাপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক Prof. Shibendu Shekhar Roy.

এই মেশিন বাড়িতেও ব্যবহার করা যাবে খুব সহজেই। ৩-৫ মিনিটের মধ্যেই ৯২ থেকে ৯৪ শতাংশ অক্সিজেন সরবরাহ করতে পারে এই মেশিন।

চিকিৎসকের পরামর্শ নিয়ে রোগীর প্রয়োজন মত মেশিনের রেগুলেটর ঘুরিয়ে লিটার প্রতি মিনিট ঠিক ঠাক করে দিলেই যথেষ্ট।

এই Oxygen Concentrator-এর নাম রাখা হয়েছে ‘Pranayam’। খুব শীঘ্রই এই মেশিনটিকে বাজারে নিয়ে আসতে চলেছে NIT দুর্গাপুর।


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন