শিশু আরোহীদের জন্য কেন্দ্র ১৯৮৯ সালের “কেন্দ্রীয় মটর ভেইকেলস” আইনে বদল আনতে চাইছেন নিরাপত্তা নিশ্চিত করার জন্যে।
“কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রক” এই আইনের প্রস্তাব এনেছেন। সমস্ত রাজ্য কে বদলাতে হবে আইন এবং ২০২২ থেকে নতুন বিধি কার্যকর হবে।
৯ মাস থেকে ৪ বছর বয়সী বাচ্চাদের জন্য এই নিয়ম চালনা করা হয়েছে।
“কেন্দ্রীয় মটর ভেইকেলস” আইনের মধ্যে যে বদল আনার প্রস্তাব দেওয়া হয়েছে তা হলো,
- মোটরবাইকে শিশু আরোহীকে চালকের সঙ্গে সেফটি হারনেস দিয়ে বেঁধে রাখা বাধ্যতামূলক।
- সেফটি হারনেস টেকসই ও হালকা হতে হবে এবং সেগুলি ৩০ কেজি ওজন বইবার মত ক্ষমতা ধারণ করতে হবে।
- সেফটি হারনেস ভালো নাইলনের তৈরি হতে হবে (যেমন Magic Seat Harness) ও মাল্টি ফিলামেন্ট এর তৈরি হলে আরো অনেকগুণ ভালো।
- শিশু আরোহীদের মাথায় আইএসআই চিন্হ যুক্ত হেলমেট থাকতে হবে।
- শিশুর আরোহী থাকলে মোটর সাইকেলের গতিবেগ ৪০ কিলোমিটারে বেশি থাকা চলবে না।
উপরের এই সমস্ত নিয়ম কানুন ভাঙলে মোটর বাইক চালক কে ১০০০/- জরিমানা দিতে হবে ও তার পাশাপাশি চালকের ড্রাইভিং লাইসেন্স বাইজাপ্ত করা হবে।
কেন্দ্রীয় সরকার এই সব নিয়ম কানুনের খসরা তৈরি করে ছোট শিশুদের প্রাণ আরো নিরাপত্তার দিকে এগিয়ে দিচ্ছে।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- পশ্চিমবঙ্গে EWS সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন (৩ ধাপে)
- পশ্চিমবঙ্গে EWS শংসাপত্রের স্ট্যাটাস চেক কীভাবে করবেন জেনে নিন
- পশ্চিমবঙ্গ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC)-র আবেদন কিভাবে করবেন
- WBSEDCL পোর্টালে একটি অ্যাকাউন্ট কিভাবে তৈরি (রেজিস্টার) করবেন
- PM Kisan রেজিস্ট্রেশন নম্বর অনলাইনে কীভাবে খুঁজে পাবেন
- WBSEDCL বিদ্যুৎ বিল অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন
- WBSEDCL পেমেন্ট রসিদ অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন
- পুরোনো (ম্যানুয়াল) জাতি শংসাপত্র কিভাবে ডিজিটাল করবেন জেনে নিন
- কাস্ট সার্টিফিকেট ডিজিটাইজেশন স্ট্যাটাস চেক কিভাবে করবেন 2024