Skip to content

প্রায় ১১ মাস পর অবশেষে চালু হলো ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার

হাওড়া: করোনা কালে বহুদিন ধরেই বিঘ্নিত হয়েছিল বিভিন্ন রেল চলাচল। সম্প্রতি অধিকাংশ ট্রেন চলাচল স্বাভাবিক হলেও, এতদিন চালু হয়নি ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার সহ কিছু ট্রেন ।

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে টানা ১১ মাস পরে আজ ২১ ফেব্রূয়ারি থেকে চালু হলো ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার ।

২১ এ ফেব্রূয়ারি হাওড়া থেকে ছেড়ে রামপুরহাট রওনা দিলো ট্রেনটি। কাল অর্থাৎ ২২ এ ফেব্রূয়ারি রামপুরহাট থেকে হাওড়া উদ্দেশ্যে রওনা দেবে ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার।

সূত্রের খবর অনুযায়ী এখন কার মতো ট্রেনটির নাম ০৩০৪৫/০৩০৪৬ হাওড়া – রামপুরহাট – হাওড়া স্পেশাল দেওয়া হয়েছে।

ট্রেন চলাচল স্বাভাবিক হলেও,পরিবর্তন এসেছে ট্রেন চলাচলের সময়সূচির। রামপুরহাটের যাত্রীদের জন্য ট্রেনটি সকাল ৫টা বেজে ৩০মিনিটে রওনা দেবে হাওড়ার জন্য। ট্রেনটি হাওড়ায় গিয়ে পৌঁছাবে ১১:৩৫ এ।

আবার হাওড়া থেকে ট্রেনটি রামপুরহাট এর জন্য রওনা দেবে বিকেল ৪টে বেজে ২৫ মিনিটে। রামপুরহাট এসে পৌছাবে রাত ১০টা বেজে ১৫ মিনিটে।

হাওড়া – রামপুরহাট – হাওড়া স্পেশাল ট্রেন এর নতুন সময় সূচি:

HWH – RPHTIMERPH – HWHTIME
HOWRAH16:25RAMPURHAT05:30
BARDDHAMAN18:14SAINTHIA06:02
DURGAPUR19:14ANDAL JN07:50
ANDAL JN19:50DURGAPUR08:08
SAINTHIA21:38BARDDHAMAN09:24
RAMPURHAT22:15HOWRAH11:35

এই ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের ছুটিতে বাড়ি ফিরতে সুবিধা হবে বলে জানানো হয়েছে।


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন