Skip to content

ময়ূরাক্ষী এক্সপ্রেসের রুটে বড়ো বদল – দেখুন সময়সূচি

ময়ূরাক্ষী এক্সপ্রেস ট্রেনের রুট, যা আগে দুমকা পর্যন্ত বাড়ানো হয়েছিল, এখন ঝাড়খণ্ডের দেওঘর পর্যন্ত বাড়ানো হয়েছে।

১৩ এপ্রিল ২০২২ থেকে এই এক্সটেনশন কার্যকর হবে বলে জানা গিয়েছে।

ট্রেনটির নাম দেওয়া হয়েছে হাওড়া-দেওঘর এক্সপ্রেস।

ট্রেনটি দেওঘর থেকে রাত ২ টায় ছাড়বে এবং হাওড়া পৌঁছবে ১১:৩৫।

দেওঘর থেকে ছেড়ে এটি দুমকা পৌঁছাবে সকাল ৩:২৫ এ এবং দুর্গাপুর সকাল ৮:০৮ এ।

হাওড়া – দেওঘর এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে বিকেল ৪:২৫ এবং দেওঘর পৌঁছবে রাত ০১:৩৫ এ।

এটি দুর্গাপুরে পৌঁছাবে সন্ধ্যা ৭:১৪ মিনিটে এবং দুমকা পৌঁছাবে রাত ১২:০৫ মিনিটে।

ময়ূরাক্ষী এক্সপ্রেসের নতুন সময়সূচি

BDME – HWH (১৩০৪৬)STATIONHWH – BDME (১৩০৪৫)
02:00DEOGHAR01:35
03:25DUMKA00:05
11:35HOWRAH JN16:25

ট্রেনের রুট সম্প্রসারণের বিষয়ে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন