পশ্চিম বর্ধমান জেলা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কোরোনার নতুন কেস এর সংখ্যা ফের বাড়তে শুরু করেছে।
এই কথা মাথায় রেখে সোমবার দুর্গাপুরের কিছু ওয়ার্ডে কনটেইনমেন্ট জোন করার প্রস্তাব জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
তিনি জানিয়েছেন, রাজ্যের মুখ্য সচিব ও স্বাস্থ্য দপ্তরের আদেশ অনুযায়ী দুর্গাপুরের কিছু ওয়ার্ডে কন্টেন্টমেন্ট জোন করার প্রস্তাব দেওয়া হয়েছে।
বিভিন্ন খবর সূত্রে জানা গিয়েছে দুর্গাপুরের ৮টি ওয়ার্ডে নতুন কেস এর সংখ্যা বেড়ে চলেছে।
যদিও কোন কোন ওয়ার্ডে কনটেইনমেন্ট জোন করা হবে তা এখনও নির্দিষ্ট করা হয়নি।
পশ্চিমবঙ্গ সরকারের বের করা অফিশিয়াল রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানে গত ১ দিনে ২৮ টি নতুন কেস দেখা গিয়েছে ও ১৮ জন সুস্থ হয়ে উঠেছে।
জেলায় একটিভ কেস এর সংখ্যা ১৮৪।
অন্যদিকে পশ্চিমবঙ্গে ৮০৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন ও ৮০০ জন সুস্থ হয়ে উঠেছেন।
কলকাতা ও উত্তর ২৪ পরগনা তে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- গাড়ি বা বাইকের ফিটনেস সার্টিফিকেট PDF ডাউনলোড প্রক্রিয়া ২০২৩
- গাড়ি বা বাইকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC) ডাউনলোড প্রক্রিয়া ২০২৩
- RTO-তে করা আবেদনের স্টেটাস অনলাইনে কিভাবে চেক করবেন ২০২৩
- বাইক/গাড়ির নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) ডাউনলোড পদ্ধতি ২০২৩
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট ডাউনলোড (PDF) অনলাইন প্রক্রিয়া ২০২৩
- কৃষক বন্ধু আইডি নাম্বার চেক (সার্চ) করার অনলাইন পদ্ধতি ২০২৩
- স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন পদ্ধতি পশ্চিমবঙ্গ ২০২৩
- স্বাস্থ্য সাথী অনলাইন আবেদনের স্টেটাস চেক কীভাবে করবেন ২০২৩