জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য আমাদের বহু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পেরোতে হয়। তবে শিখরে পৌঁছাতে গেলে আমরা চলার পথে বহুবার ঠক্কর খাই।
আমাদের মনে রাখতে হবে পড়ে গিয়ে হেরে যাওয়া কখনই কাম্য নয়। আমরা আমাদের ভুল ত্রুটি মধ্যে দিয়ে নতুন জিনিস প্রতিনিয়ত শিখতে থাকি।
পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে আমরা একদিন জয়ের স্বাদ পাবো এই কথাটি নতুন ভাবে প্রমাণ করল একটি ছোট্ট শিশু।
সাম্প্রতিক আইএএস অফিসার এম ভি রাও এই শিশুদের একটি ছোট ভিডিও ক্লিপ টুইট করেছেন এবং তার সাথে ক্যাপশন দেওয়া আছে “ এই ছোট্ট শিশুটি আমার গুরু”।
ভিডিওটি সোশ্যাল প্ল্যাটফর্মে অতি জনপ্রিয় হয়েছে।
ভিডিওটির মধ্যে দেখা গেছে ছোট্ট শিশুটি একটি পিলারের উপর চড়ার চেষ্টা করছে। বারংবার পিলারের উপর চড়ার চেষ্টা করার সময় পা পিছলে অনেকবার পড়ে যাচ্ছে।
তবুও কোনমতেই সে হার মানবে না এবং তাই সে পরিশ্রম ও চেষ্টার মাধ্যমে পিলার টির ওপর চড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অবশেষে যখন সে পিলারের উপর অবধি যাওয়া তে সফল হল তখন শিশুটি নিচে নেমে এসে তার বিজয় উদযাপন করল।
ভিডিওটি টুইট করার পরে, অনেক নেটিজেনদের কমেন্টস আসতে শুরু করল,কেউ লিখেছেন এই ভিডিওটি তাদের কাছে অনুপ্রেরণা, কেউবা বলেছেন ছোট শিশুটির এই রূপ সাহস কোন অংশে একটি আগ্নেয়গিরির চেয়ে কম নয়।
কেউ আবার এটাও বলেছেন শিশুটি আগামী প্রজন্মের মেসি হয়ে উঠবে।
জানা গেছে ছোট্ট শিশুটির নাম আরাত হোসেইনি যার বয়স ৭। সে একজন লিভারপুল একাডেমির ফুটবলার। ইনস্টাগ্রামে আরাতের ৬০ লক্ষ ফলোয়ারস।
এবং তার ভেরিফাইড একাউন্টটি তার পিতা চালনা করেন।
সমস্ত লেটেস্ট খবর পেতে আমাদের Telegram Group Join করুন
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট ডাউনলোড (PDF) অনলাইন প্রক্রিয়া ২০২৩
- কৃষক বন্ধু আইডি নাম্বার চেক (সার্চ) করার অনলাইন পদ্ধতি ২০২৩
- স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন পদ্ধতি পশ্চিমবঙ্গ ২০২৩
- স্বাস্থ্য সাথী অনলাইন আবেদনের স্টেটাস চেক কীভাবে করবেন ২০২৩
- ভোটার আইডি-র সাথে আধার লিংক করার অনলাইন পদ্ধতি ২০২৩
- সিউড়ি-অন্ডাল-শিয়ালদহ রুটে নতুন ট্রেন চালু হচ্ছে ১ আগস্ট থেকে
- দুর্গাপুরে নতুন ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্টের (IXP) চালু করা হলো
- সরকারি হাসপাতালে অনলাইন OPD টিকিট বুকিং – SSKM, PG, NRS