Skip to content

দুর্গাপুর থেকে ছাড়ছে জ্যোতির্লিঙ্গ যাত্রা স্পেশাল ভারত দর্শন ট্রেন

আইআরসিটিসি পর্যটকদের কথা ভেবেই চালনা করল বিশেষ ট্রেন।

দুর্গাপুর বাসীরা শুনলে আরো আনন্দিত হবেন কারণ এই ট্রেন বিশেষভাবে দুর্গাপুর থেকে ছাড়ছে এবং দ্বিতীয়তঃ পঞ্চ জ্যোতির্লিঙ্গ এবং স্ট্যাচু অফ ইউনিটি দর্শন করাবে এই বিশেষ ট্রেনটি।

৬ সেপ্টেম্বর দুর্গাপুর থেকে ছাড়বে ভারত দর্শন নামে এই ট্রেনটি এবং ফিরবে ১৬ সেপ্টেম্বর।

স্ট্যাচু অফ ইউনিটি এবং পঞ্চ জ্যোতির্লিঙ্গ (ওংকারেশ্বর, সোমনাথ, দ্বারকা, নাগেশ্বর এবং কাশি বিশ্বনাথ) পুণ্য স্থানের দেখার সুযোগ করে দিল ভারত দর্শন রেল এক সফরেই।

সকাল ১১টার সময় ছাড়বে ভারত দর্শন ট্রেন দুর্গাপুর থেকে এবং তার মাঝে ট্রেনটি থামবে আসানসোল, চিত্তরঞ্জন, জামতারা, মধুপুর, জসিডি ভাগলপুর , সুলতানগঞ্জ, জামালপুর পাড়া, বক্সার এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন।

যাত্রীদের ট্রেনের non-AC স্লিপারে যাত্রা করতে হবে এবং রাত কাটানোর জন্য non-AC ঘরের ব্যবস্থা করা হবে।

ট্যুর এসকর্ট আপনাদের সঙ্গে থাকবেন এবং পথনির্দেশের সাহায্য করবেন এবং আপনাদের জায়গা সম্পর্কে তথ্যও দেয়া থাকবে।

যদিও রেল অথরিটি বলে দিয়েছেন এই সফরে যাত্রীদের ভীষণভাবে কোভিড এর নিয়মাবলী মেনে চলতে হবে এবং মাক্স পড়া অতি অবশ্যই বাধ্যতামূলক করে দিয়েছে।

কোরোনার টিকাকরণ এর সার্টিফিকেট তথা প্রমাণপত্র অত্যন্ত জরুরী তীর্থক্ষেত্র দর্শনের জন্য। তাই সকল যাত্রীদের কাছে শংসাপত্র রাখার পরামর্শ দেওয়া হয়েছে যাতে তাদের কোনো রকম বাধা-বিপত্তি না পেতে হয়।

১০ রাত, ১১ দিন ধরে এই প্যাকেজ টুর এর টিকিটের দাম প্রতিদিন মাথাপিছু ৯০০/ টাকা।।

আরো বিস্তারিত তথ্যের জন্য আইআরসিটিসি হোয়াটসঅ্যাপ নম্বর এ (৯০০২০৪০০৬৯/৯০০২০৪০১০৮) যোগাযোগ করতে হবে এছাড়াও আপনি আইআরসিটিসি জোনাল অফিস যা তিন নম্বর কয়লা ঘাট স্ট্রিট কলকাতা-১ এই ঠিকানা দিও আপনি এই ব্যাপারে সবিস্তার জানতে পারবেন।

www.irctc tourism.com ওয়েবসাইট থেকেও এই বিষয়ে সমস্ত জরুরী তথ্য দেওয়া থাকবে।


সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন