ভারতীয় সেনার তরফ থেকে আরও এক চমকপ্রদ উপহার। এবার ভারতীয় সেনা বানালো সম্পূর্ণ নিজস্ব একটি মেসেজিং অ্যাপ।
ফোনে কথা বল, মেসেজ করা, অথবা ভিডিও কিংবা অডিও পাঠানোর ক্ষেত্রে কোনভাবেই তথ্য চুরি আশঙ্কা থাকবে না এই অ্যাপে।
তথ্য হবে একেবারে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, সুরক্ষিত। এই নয়া অ্যাপ বানিয়ে হইচই বাধিয়ে দিয়েছেন রাজস্থানের সিগন্যাল ইউনিটের কমান্ডিং অফিসার কর্নেল সাই শংকর।
অ্যাপ্লিকেশনের নাম সিকিওর অ্যাপ্লিকেশন ফর ইন্টার্নেট (Secure Application for Internet), সংক্ষেপে SAI। বৃহস্পতিবার এই অ্যাপটির উদ্বোধন করা হয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে।
পূর্ব অভিজ্ঞতায় দেখা গেছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ অন্যান্য কোন অ্যাপ্লিকেশনই সুরক্ষিত নয়। বহু ক্ষেত্রে তথ্য চুরি এবং পাচারের ভুরি ভুরি উদাহরণ মিলছে।
ঠিক এই কারণেই এই অ্যাপ্লিকেশনটি বানানো হয়েছে, যাতে কোনোভাবেই তথ্য চুরি না করা যায়। তাছাড়াও অ্যাপটি ভারতীয় সেনার ‘আত্মনির্ভর ভারত’ অভিযানের অংশ।
তবে, আধুনিক অ্যাপের মত সমস্ত সুযোগ সুবিধা থাকলেও, এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য নয়। ভারতীয় সেনার নিজস্ব ব্যবহারের জন্যই এই অ্যাপটি তৈরি করা হয়েছে।
সম্প্রতি, চীন সীমান্তে ভারতীয় সেনাদের বিদেশী অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাই যোগাযোগের ঘাটতি মেটাতেই আত্মপ্রকাশ SAI-এর।
আপাতত অ্যাপটি নথিভুক্তকরনের জন্য জোরকদমে কাজ চলছে। iOS প্লাটফর্মেও শীঘ্রই আত্মপ্রকাশ ঘটবে এই অ্যাপ্লিকেশনের।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- সামস্য সমাধন (জন সংযোগ) প্রকল্প পশ্চিমবঙ্গ 2024 – সমস্ত তথ্য
- স্বাস্থ্য সাথী কার্ড ব্যালেন্স চেক করার অনলাইন পদ্ধতি 2024
- আধার নম্বর (UID) Lock /Unlock কীভাবে করবেন অনলাইন ২০২৪
- কল্পতরু মেলা (দুর্গাপুর) ২০২৪ – তারিখ, সময় এবং ইতিহাস
- SAIL মেডিক্লেম ই-কার্ড (PDF) কিভাবে ডাউনলোড করবেন ২০২৪
- mParivahan অ্যাপে আপনার DL এবং RC কীভাবে সেভ করবেন 2024
- LPG গ্যাস KYC আপডেট (অনলাইন e-KYC এবং অফলাইন) পদ্ধতি ২০২৪
- নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স (DL) নম্বর কীভাবে খুঁজে পাবেন জেনে নিন
- প্রতিবন্ধী শংসাপত্রের স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি পশ্চিমবঙ্গ