Skip to content

দুর্গাপুর মহকুমার জমির খাজানা নেওয়ার দিন ও সময়ে বদল

Durgapur land tax timings

মহকুমা ভূমি ও ভূমি সংস্কার অফিস, দুর্গাপুর মহকুমা কয়েক দিন আগে একটি নোটিশ প্রকাশ করেছে যাতে ওই বিভাগে জমির খাজনা জমা দেওয়ার জন্য এলাকা ভিত্তিক সময় উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলমান পরিস্থিতি চলাকালীন উপচে পড়া ভিড় রোধ করার জন্য এটি করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে যে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত জমির খাজনা জমা দেওয়া যাবে।

দুর্গাপুর মহকুমার আওতাধীন কোন অঞ্চলের জমির খাজনা কোন দিন জমা দেওয়া যাবে তাও উল্লেখ করা হয়েছে।

নীচে দেওয়া নোটিশ এর ছবিতে অঞ্চল ভিত্তিক এবং এই অঞ্চলগুলির জমি কর জমা দেওয়ার দিনগুলি উল্লেখ করা হয়েছে।

Durgapur land tax dates

দুর্গাপুর মহকুমার জমির খাজনা জমা দেওয়ার সময়টি উল্লিখিত দিনগুলিতে সকাল ১০:৩০ থেকে বেলা ১:৩০ পর্যন্ত।

নোটিসে এটিও উল্লেখ করা হয়েছে যে মাস্ক পড়া বাধ্যতামূলক এবং খাজনা জমা দেওয়ার সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন