ইতিমধ্যে সারাদেশে করোনা সংক্রমনের হার খানিকটা কমলেও, আক্রান্তের সংখ্যা যথেষ্ট উদ্বেগজনক।
সারা দেশের সমস্ত রাজ্যের মধ্যে বাংলা করোনা সংক্রমণে দ্বিতীয় স্থানে রয়েছে।
দূর্গা পূজার পর বঙ্গে করোনা সংক্রমনের হার আগের থেকে নিম্নমুখী হলেও অবস্থাটা এখনও বেশ সঙ্কটজনক।
ইতিমধ্যেই অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি করোনার টিকায় বেশ সাফল্য মিলেছে। ভারতে সেই টিকা বন্টনে বদ্ধপরিকর সেরাম ইনস্টিটিউট।
এবার ভারতে কবে থেকে শুরু হবে টিকাকরণ তা সাফ জানিয়ে দিলো সেরাম ইনস্টিটিউট।
আরো পড়ুন: নতুন বছরের নতুন চমক: শীঘ্রই পরিষেবা শুরু কলকাতা মেট্রোর আর এক রুট, প্রস্তুতি তুঙ্গে
সেরাম ইনস্টিটিউটের তরফে আদর পুনাওয়ালা জানিয়েছেন, শীঘ্রই এ বছরের ডিসেম্বরে তৈরি হয়ে যাবে করোনার প্রতিষেধক টিকা।
তবে, তারপরে আরো দুই সপ্তাহ এই টিকার সুরক্ষা নিয়ে গবেষণা চলবে ব্রিটেনে।
সুরক্ষা সংক্রান্ত ব্যাপারে সবুজ আলো দেখা গেলেই জরুরী ভিত্তিতে অনুমোদন দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করা হবে। অর্থাৎ, ভারতবাসীর হাতের নাগালে এই টিকা আসতে হতে পারে মে-জুন মাস।
সংস্থার মুখপাত্র জানিয়েছেন, এই মুহূর্তে ১০ কোটি টিকার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছেন তারা। ভারত ছাড়া অন্যান্য দেশগুলিতেও এই টিকা সরবরাহ করা হবে।
তবে দেশের প্রয়োজন মিটিয়েই অন্য দেশে সরবরাহের ওপর আশাবাদী সংস্থা।
এই করোনা টিকাকরন জাতীয় টিকাকরণের আওতায় অন্তর্ভুক্ত করা হবে এবং দেশের প্রতিটি নাগরিক এই টিকা পাবেন বিনামূল্যে।
তবে ভারতের জনসংখ্যার উপর নির্ভর করে এই টিকা মোটেই যথেষ্ট পরিমাণ নয়।
তাই শুধুমাত্র সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ছাড়াও আইসিএমআর এবং ভারত বায়োটেক এর উদ্যোগে তৈরি কোভ্যাকসিন এবং জাইকোভি-ডি এর উপর নির্ভর করা হবে বলে জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- প্রতিবন্ধী শংসাপত্রের স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী শংসাপত্র (PDF) কীভাবে ডাউনলোড করবেন 2023
- পশ্চিমবঙ্গ জন্ম শংসাপত্র সংশোধন অনলাইনে কিভাবে করবেন 2023
- রোড ট্যাক্স/রেজিস্ট্রেশন ফি পেমেন্ট রসিদ কিভাবে ডাউনলোড করবেন 2023
- পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী শংসাপত্রের আবেদন কীভাবে করবেন অনলাইনে
- ড্রাইভিং লাইসেন্স (DL) আবেদন অনলাইনে বাতিল করার পদ্ধতি 2023
- IRCTC ই-ওয়ালেটে কিভাবে টাকা ভোরবেন অনলাইনে জেনে নিন 2023
- IRCTC ই-ওয়ালেট রেজিস্ট্রেশন (Activate) করার অনলাইন পদ্ধতি 2023
- মাটির কথা পোর্টাল পশ্চিমবঙ্গ – সুবিধা, লাইসেন্সের আবেদন 2023