বহু দিনের প্রতিক্ষার পর দুর্গাপুরে এসে পৌঁছল করোনার ভ্যাকসিন কোভিশিল্ড। মঙ্গলবার পুনের সিরাম ইনস্টিটিউট থেকে কলকাতায় এসে পৌঁছয় এই ভ্যাকসিন। কলকাতা থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তা শীঘ্রই বন্টনের ব্যবস্থা করা হয়।
পশ্চিম বর্ধমান জেলার জন্য আসানসোলে বৃহস্পতিবার এসে পৌঁছেছে মোট ১৯ হাজার ভ্যাকসিন। এর মধ্যে থেকে দুর্গাপুরে মোট ১০০ জনের জন্য করোনা ভ্যাকসিন এসে পৌঁছল বৃহস্পতিবার।
দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি জানিয়েছেন, পশ্চিম বর্ধমান জেলার মোট ১০ টি কেন্দ্রে ১০০ জন করে মোট হাজার জনের টিকাকরণের ব্যবস্থা করা হবে প্রথম দিনে।
শনিবার প্রথম একশো স্বাস্থ্যকর্মীকে টিকাকরণের ব্যবস্থা করা হবে। টিকাকরণের জন্য সমস্ত আয়োজন করা হয়েছে সৃজনী প্রেক্ষাগৃহে।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে মোট ১৮ হাজার ৬৭১ জনকে টিকাকরণের জন্য চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে, প্রথম দিনে টিকাকরণের জন্য প্রথম একশো জন স্বাস্থ্য কর্মীর নাম ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে।
টিকাকরণের ক্ষেত্রে, প্রথম সারির করোনা যোদ্ধাদের ওপরই জোর দেওয়া হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। শনিবার সৃজনী প্রেক্ষাগৃহে সমস্ত বিধিনিষেধ মেনেই শুরু হবে প্রথম টিকাকরণ।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- কল্পতরু মেলা (দুর্গাপুর) ২০২৪ – তারিখ, সময় এবং ইতিহাস
- শুরু হতে চলেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস – জেনে নিন সময়সূচি
- দুর্গাপুর থেকে জয়পুর ও পাটনা ফ্লাইট পরিষেবা শুরু হচ্ছে মে মাসেই
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- সিউড়ি-অন্ডাল-শিয়ালদহ রুটে নতুন ট্রেন চালু হচ্ছে ১ আগস্ট থেকে
- দুর্গাপুরে নতুন ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্টের (IXP) চালু করা হলো
- খুশকি দূর করার ৫ ঘরোয়া উপায় | Dandruff Home Remedies in Bengali
- চিয়া বীজ এর ৮ উপকারিতা ও স্বাস্থ্যগুণ | Benefits of Chia Seeds
- মেথির বীজ এর ৮ উপকারিতা | Fenugreek (Methi) Seeds Benefits