অবশেষে কেন্দ্রের তরফ থেকে মিলল বহুচর্চিত রামসেতু নিয়ে গবেষণার সবুজ বাতি।
ভারত-শ্রীলংকা সংযোগকারী এই সেতু, প্রাকৃতিক ভাবে তৈরি নাকি আদৌ কৃত্রিমভাবে তৈরি তা জানাই হবে এই গবেষণার প্রধান উদ্দেশ্য।
কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, রামসেতুর উপর প্রত্নতাত্ত্বিক এবং পুরাতাত্ত্বিক বিভাগ কাজ শুরু করবে খুব শীঘ্রই, এবং গবেষণাকার্য এমন ভাবে চলবে যাতে ওই সেতুর কোনরকম ক্ষতি না হয়।
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (ASI) একটি শাখা সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অন আর্কিওলজি এবং কাউন্সিল অফ সাইন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR)- ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি যৌথ উদ্যোগে এই সেতুর ওপর গবেষণা করে চালাবে।
গবেষণাকার্য চালানোর সময় রামসেতুর সুরক্ষার্থে বিশেষ বলপ্রয়োগ করা হবে।
পুরাণ মতে, এই সেতু ত্রেতা যুগের সৃষ্টি। শ্রীরামচন্দ্র এবং তাঁর বানরসেনা, সীতা উদ্ধারে লঙ্কার উদ্দেশ্য পাড়ি দেওয়ার সময়, এই সেতু বানানো হয়েছিল
রামায়ণ অনুসারে, এই ঘটনার কথাই জানা যায়। কিন্তু আদৌ কি তা সত্য? নাকি ভারত-শ্রীলংকা সংযোগকারী এই সেতু সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে তৈরি? তা নিয়ে মানুষের মনে দ্বন্দ্ব চিরকালীন।
এই দ্বন্দ্ব মেটাতেই প্রত্নতাত্ত্বিক এবং পুরাতাত্ত্বিক বিভাগ পুরোদমে রাম সেতু নিয়ে বৈজ্ঞানিক গবেষণায় প্রস্তুত। গবেষণা কার্য শুরু হবে চলতি বছরেই।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা অনলাইন পেমেন্ট করার পদ্ধতি ২০২৩
- পশ্চিমবঙ্গ খাজনার আবেদন নম্বর অনলাইনে কীভাবে খুঁজে পাবেন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা দেওয়ার জন্য আবেদন পদ্ধতি অনলাইন
- আপনার ট্রাফিক চালান বা জরিমানা হয়েছে কিনা চেক করার পদ্ধতি
- ট্র্যাফিক চালান (বা জরিমানা) অনলাইনে পেমেন্ট করার পদ্ধতি
- কীভাবে অনলাইনে ট্রাফিক চালান এবং পেমেন্টের স্টেটাস চেক করবেন
- ভর্তুকিহীন রেশন কার্ড পশ্চিমবঙ্গ (ফর্ম ১০) অনলাইনে আবেদন করুন
- আপনার বাইক বা গাড়িতে নমিনি কীভাবে যুক্ত করবেন অনলাইনে
- গাড়ি বা বাইকের ফিটনেস সার্টিফিকেট PDF ডাউনলোড প্রক্রিয়া ২০২৩