অন্ডাল: কাজী নজরুল ইসলাম বিমানবন্দর পরিচালনায় রাজ্য সরকারের ভূমিকা সম্প্রতি বেড়েছে।
এই প্রকল্পে রাজ্যের অংশীদারি এখন বেড়ে হয়েছে প্রায় ৪৭.৪৩।
মঙ্গলবার রাণীগঞ্জে প্রশাসনিক কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এর ফলস্বরূপ, এটি বিমানবন্দর পরিচালনায় সহায়তা করবে।
অণ্ডাল বিমানবন্দর ও বিমাননগরীর জন্য জমি অধিগ্রহণ হয়েছিল বাম আমলে।
শুরুতে ওই প্রকল্পে রাজ্য সরকারের অংশীদারি ছিল মাত্র ১১ শতাংশ।
পরে ২০১৮-য় রাজ্য সরকার নতুন করে ২৭০ কোটি টাকা লাগিয়ে অংশীদারিত্ব ২৬ শতাংশে নিয়ে যায়।
মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য সরকার ফের বিনিয়োগ করায় রাজ্যের শেয়ার বেড়ে এখন হয়েছে ৪৭.৪৩ শতাংশ।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অন্ডাল বিমানবন্দর শীঘ্রই একটি আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে উঠবে।
তিনি আরো বলেন, “আগামী দিনে হয়তো দমদম এয়ারপোর্টের মতো হয়ে যাবে অণ্ডাল এয়ারপোর্ট। অণ্ডাল এয়ারপোর্ট একদিন খুব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এয়ারপোর্ট হয়ে যাবে। পৃথিবীর নানা প্রান্তের সঙ্গে দেশের নানা প্রান্তের যোগাযোগ গড়ে উঠবে অণ্ডাল বিমানবন্দরকে কেন্দ্র করেই।’’
সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী জানান, কাজকর্ম পরিচালনার সুবিধার জন্য মুখ্যসচিবের নেতৃত্বে রাজ্য শিল্পোন্নয়ন নিগম এবং বিমাননগরী নির্মাণে দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থার (বিএপিএল) প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন হয়েছে।
এতে বিমানবন্দরের উন্নয়নে গতি আসতে পারে বলে মনে করেছেন তিনি।
আরো লেটেস্ট খবর পড়ুন
- প্রতিবন্ধী শংসাপত্রের স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী শংসাপত্র (PDF) কীভাবে ডাউনলোড করবেন 2023
- পশ্চিমবঙ্গ জন্ম শংসাপত্র সংশোধন অনলাইনে কিভাবে করবেন 2023
- রোড ট্যাক্স/রেজিস্ট্রেশন ফি পেমেন্ট রসিদ কিভাবে ডাউনলোড করবেন 2023
- পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী শংসাপত্রের আবেদন কীভাবে করবেন অনলাইনে
- ড্রাইভিং লাইসেন্স (DL) আবেদন অনলাইনে বাতিল করার পদ্ধতি 2023
- IRCTC ই-ওয়ালেটে কিভাবে টাকা ভোরবেন অনলাইনে জেনে নিন 2023
- IRCTC ই-ওয়ালেট রেজিস্ট্রেশন (Activate) করার অনলাইন পদ্ধতি 2023
- মাটির কথা পোর্টাল পশ্চিমবঙ্গ – সুবিধা, লাইসেন্সের আবেদন 2023