দুর্গাপুর: সারা দেশে ঝড়ের গতিতে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। ছাড় নেই দুর্গাপুরেও।
দেশের বহু জায়গায় দেখা যাচ্ছে হাসপাতাল বেড ও অক্সিজেন এর অভাব। পশ্চিম বর্ধমানেও এক দিন এ আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।
এই কথা মাথায় রেখেই বুধবারের একটি ত্রিপাক্ষিক বৈঠক হয় দুর্গাপুর বনিক সভা, দুর্গাপুর নগর নিগম ও দুর্গাপুর মহকুমা প্রশাসনের মধ্যে।
এই বৈঠকে দুর্গাপুর বণিক মহল এর তরফ থেকে এই আদেবন করা হয় যে আপাতত ৩ দিন, অর্থাৎ ১, ২ ও ৩ মে দুর্গাপুরের সমস্ত বাজার বন্ধ রাখা হবে।
তবে জরুরি সামগ্রীর দোকান, যেমন আসুদ, দুধ ইত্যাদি খোলা রাখা হবে।
তারা দুর্গাপুরের সমস্ত ছোট ও বড়ো বেবসাহি কে আবেদন করেন এই ৩ দিন দোকান বন্ধ রাখার জন্য।
এই পদক্ষেপে করোনা সংক্রমণ একটু হলেও কমবে বলে আসা করছেন তারা।
তবে তারা এটাও জাজান যে শুধু দোকান বন্ধ রাখা টাই সমাধান নয়। এর সাথে মানুষ কেও যথেষ্ট সচেতন হতে হবে।
দুর্গাপুর মহকুমার তরফ থেকে যদিও এখনো কনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গেছে।
গোটা রাজ্যে সক্রিয় কেস এর সংখ্যাই ৪ নম্বরে রয়েছে পশ্চিম বর্ধমান।
পঞ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ৭,৭৬,৩৪৫ যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬,৬৪,৬৪৮। গোটা রাজ্যে সক্রিয় কেস এর সংখ্যা ১,০০,৬১৫।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- প্রতিবন্ধী শংসাপত্রের স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী শংসাপত্র (PDF) কীভাবে ডাউনলোড করবেন 2023
- পশ্চিমবঙ্গ জন্ম শংসাপত্র সংশোধন অনলাইনে কিভাবে করবেন 2023
- রোড ট্যাক্স/রেজিস্ট্রেশন ফি পেমেন্ট রসিদ কিভাবে ডাউনলোড করবেন 2023
- পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী শংসাপত্রের আবেদন কীভাবে করবেন অনলাইনে
- ড্রাইভিং লাইসেন্স (DL) আবেদন অনলাইনে বাতিল করার পদ্ধতি 2023
- IRCTC ই-ওয়ালেটে কিভাবে টাকা ভোরবেন অনলাইনে জেনে নিন 2023
- IRCTC ই-ওয়ালেট রেজিস্ট্রেশন (Activate) করার অনলাইন পদ্ধতি 2023
- মাটির কথা পোর্টাল পশ্চিমবঙ্গ – সুবিধা, লাইসেন্সের আবেদন 2023