দুর্গাপুর: সারা দেশে ঝড়ের গতিতে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। ছাড় নেই দুর্গাপুরেও।
দেশের বহু জায়গায় দেখা যাচ্ছে হাসপাতাল বেড ও অক্সিজেন এর অভাব। পশ্চিম বর্ধমানেও এক দিন এ আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।
এই কথা মাথায় রেখেই বুধবারের একটি ত্রিপাক্ষিক বৈঠক হয় দুর্গাপুর বনিক সভা, দুর্গাপুর নগর নিগম ও দুর্গাপুর মহকুমা প্রশাসনের মধ্যে।
এই বৈঠকে দুর্গাপুর বণিক মহল এর তরফ থেকে এই আদেবন করা হয় যে আপাতত ৩ দিন, অর্থাৎ ১, ২ ও ৩ মে দুর্গাপুরের সমস্ত বাজার বন্ধ রাখা হবে।
তবে জরুরি সামগ্রীর দোকান, যেমন আসুদ, দুধ ইত্যাদি খোলা রাখা হবে।
তারা দুর্গাপুরের সমস্ত ছোট ও বড়ো বেবসাহি কে আবেদন করেন এই ৩ দিন দোকান বন্ধ রাখার জন্য।
এই পদক্ষেপে করোনা সংক্রমণ একটু হলেও কমবে বলে আসা করছেন তারা।
তবে তারা এটাও জাজান যে শুধু দোকান বন্ধ রাখা টাই সমাধান নয়। এর সাথে মানুষ কেও যথেষ্ট সচেতন হতে হবে।
দুর্গাপুর মহকুমার তরফ থেকে যদিও এখনো কনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গেছে।
গোটা রাজ্যে সক্রিয় কেস এর সংখ্যাই ৪ নম্বরে রয়েছে পশ্চিম বর্ধমান।
পঞ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ৭,৭৬,৩৪৫ যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬,৬৪,৬৪৮। গোটা রাজ্যে সক্রিয় কেস এর সংখ্যা ১,০০,৬১৫।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- সামস্য সমাধন (জন সংযোগ) প্রকল্প পশ্চিমবঙ্গ 2024 – সমস্ত তথ্য
- স্বাস্থ্য সাথী কার্ড ব্যালেন্স চেক করার অনলাইন পদ্ধতি 2024
- আধার নম্বর (UID) Lock /Unlock কীভাবে করবেন অনলাইন ২০২৪
- কল্পতরু মেলা (দুর্গাপুর) ২০২৪ – তারিখ, সময় এবং ইতিহাস
- SAIL মেডিক্লেম ই-কার্ড (PDF) কিভাবে ডাউনলোড করবেন ২০২৪
- mParivahan অ্যাপে আপনার DL এবং RC কীভাবে সেভ করবেন 2024
- LPG গ্যাস KYC আপডেট (অনলাইন e-KYC এবং অফলাইন) পদ্ধতি ২০২৪
- নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স (DL) নম্বর কীভাবে খুঁজে পাবেন জেনে নিন
- প্রতিবন্ধী শংসাপত্রের স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি পশ্চিমবঙ্গ