ধীরে ধীরে ব্যাংকে করহীন টাকা জমা বা তোলার দিনও শেষ হতে চলেছে। নভেম্বরের প্রথম থেকেই এই নিয়ম লাগু হতে চলেছে কয়েকটি ব্যাংকে। অর্থাৎ এবার থেকে টাকা জমা-তোলার জন্যেও কর ধার্য করবে ব্যাংক।
ব্যাঙ্ক অফ বরোদা শীঘ্রই এই নিয়ম চালু করবে বলে জানিয়েছে। তবে আশা করা যাচ্ছে, মাসে একটি নির্দিষ্ট সীমার বেশি টাকা তুললে বা জমা দিলেই এই কর ধার্য হবে।
তবে মনে করা হচ্ছে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অ্যাক্সিস ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাংকের মতো নামিদামি ব্যাংকরাও এই নিয়ম চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে।
এর ফলে, স্বভাবতই বিপাকে পড়বেন গ্রাহকরা।
ব্যাঙ্ক অফ বরোদার সমস্ত কারেন্ট অ্যাকাউন্ট, ওভারড্রাফট অ্যাকাউন্টে টাকা তোলা অথবা জমা দেওয়ার জন্য নির্দিষ্ট কর ধার্য করা হয়েছে।
তাছাড়া সেভিংস অ্যাকাউন্টের জন্যেও পৃথক কর ধার্য করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, এই মাস থেকে তিনবারের পর থেকে টাকা তোলার জন্য প্রতিবার ১৫০ টাকার কর ধার্য হবে এবং প্রতিমাসে সর্বোচ্চ মোট তিনবার কর ছাড়াই টাকা জমা দেওয়া যাবে।
ক্যাশ ক্রেডিট লিমিট, কারেন্ট অ্যাকাউন্ট এবং ওভারড্রাফট অ্যাকাউন্টধারীরা প্রতিদিন সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জমা দেওয়ার সুবিধা পাবেন। তবে অঙ্কটা এক লাখ ছড়ালেই গুনতে হবে কর।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- সামস্য সমাধন (জন সংযোগ) প্রকল্প পশ্চিমবঙ্গ 2024 – সমস্ত তথ্য
- স্বাস্থ্য সাথী কার্ড ব্যালেন্স চেক করার অনলাইন পদ্ধতি 2024
- আধার নম্বর (UID) Lock /Unlock কীভাবে করবেন অনলাইন ২০২৪
- কল্পতরু মেলা (দুর্গাপুর) ২০২৪ – তারিখ, সময় এবং ইতিহাস
- SAIL মেডিক্লেম ই-কার্ড (PDF) কিভাবে ডাউনলোড করবেন ২০২৪
- mParivahan অ্যাপে আপনার DL এবং RC কীভাবে সেভ করবেন 2024
- LPG গ্যাস KYC আপডেট (অনলাইন e-KYC এবং অফলাইন) পদ্ধতি ২০২৪
- নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স (DL) নম্বর কীভাবে খুঁজে পাবেন জেনে নিন
- প্রতিবন্ধী শংসাপত্রের স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি পশ্চিমবঙ্গ