কলকাতা: আংশিক লকডাউন এর মেয়াদ বাড়ানো হলো আরো ১৫ দিন, অর্থাৎ তা ১৫ আগস্ট অবধি চলবে।
এই আংশিক লকডাউন বাড়ানোর কথা বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী যে যে বিধি নিষেধ চলছিল তা প্রায় পুরোটাই এক আছে, সাথে আলগা করা হয়েছে কিছু বিধিনিষেধ।
আংশিক লোকডাউন এ দেওয়া ছাড় ও নতুন বিধিনিষেধ এর মধ্যে কিছু উল্লেখযোগ্য পয়েন্টস:
- স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে।
- রাজ্যে সমস্ত সরকারি ও বেসরকারি বাস চলবে ৫০% যাত্রী নিয়ে।
- সমস্ত দোকান বাজার নিয়মিত সময় অনুযায়ী খোলা থাকতে পারবে।
- শপিং মল ও তার ভেতরের দোকান গুলি ৫০% লোক নিয়ে খোলা থাকতে পারবে ও ৫০% গ্রাহক একবারে প্রবেশ করতে পারবেন।
- স্টাফ স্পেশাল ট্রেন ছাড়া কোন লোকাল ট্রেন চলবে না বলে জানানো হয়েছে।
- ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ৩টা অবধি।
- মেট্রো রেল পরিষেবা ৫০% যাত্রী নিয়ে সপ্তাহে ৫ দিন চলবে
এছাড়াও জানানো হয়েছে কারফিউ রাত ৯টা থেকে ভোর ৫টা অব্দি
নতুন বিধিনিষেধ এর পুরো নোটিশ টি নিচে দেওয়া রইলো।

এই নতুন বিধি-নিষেধ বৃহস্পতিবার এক প্রেস রিলিজ এর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই নতুন বিধিনিষেধ নিয়ে আপনার রায় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- সামস্য সমাধন (জন সংযোগ) প্রকল্প পশ্চিমবঙ্গ 2024 – সমস্ত তথ্য
- স্বাস্থ্য সাথী কার্ড ব্যালেন্স চেক করার অনলাইন পদ্ধতি 2024
- আধার নম্বর (UID) Lock /Unlock কীভাবে করবেন অনলাইন ২০২৪
- কল্পতরু মেলা (দুর্গাপুর) ২০২৪ – তারিখ, সময় এবং ইতিহাস
- SAIL মেডিক্লেম ই-কার্ড (PDF) কিভাবে ডাউনলোড করবেন ২০২৪
- mParivahan অ্যাপে আপনার DL এবং RC কীভাবে সেভ করবেন 2024
- LPG গ্যাস KYC আপডেট (অনলাইন e-KYC এবং অফলাইন) পদ্ধতি ২০২৪
- নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স (DL) নম্বর কীভাবে খুঁজে পাবেন জেনে নিন
- প্রতিবন্ধী শংসাপত্রের স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি পশ্চিমবঙ্গ