Skip to content

পশ্চিমবঙ্গ রেশন কার্ড সংশোধন করার পদ্ধতি – নাম, ঠিকানা

আপনার ডিজিটাল রেশন কার্ড পাওয়ার পরে হয়তো আপনি আপনার বা আপনার কোন পরিবারের সদস্যের রেশন কার্ডে কিছু ভুল ত্রুটি আছে তা দেখতে পান।

এই ভুল আপনার বা আপনার পরিবারের সদস্যের নাম বা ঠিকানায় থাকতে পারে।

এবার পশ্চিমবঙ্গ সরকার এই রেশন কার্ডের ভুল ঠিক করার জন্য অনলাইনে আবেদন করা আরো সহজ করে দিয়েছে। ভুল সংশোধনের জন্য আবেদন আপনি সম্পূর্ণ বিনামূল্যে করতে পারেন।

এই আর্টিকেলের মাধ্যমে আপনি অনলাইনে রেশন কার্ডের তথ্য সংশোধন সম্মন্ধে নিম্নলিখিত বিষয়গুলি জানতে পারবেন,

এই সম্পূর্ণ পদ্ধতিটি বিনামূল্যে করা যাবে ও ১০ মিনিট লাগবে।

পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ডে সংশোধন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

পশ্চিমবঙ্গে অনলাইনে রেশন কার্ডের যেকোনো তথ্য সংশোধন করতে আপনার নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন হবে:

  1. রেশন কার্ড নম্বর
  2. রেশন কার্ড বিভাগ
  3. মোবাইল নম্বর
  4. আপনার করা পরিবর্তনগুলিকে সমর্থন করে এমন যেকোনো নথি (সঠিক বিবরণ সহ আইডি প্রুফ, ঠিকানার প্রমাণ ইত্যাদি)

পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ডের ভুল সংশোধন করার পদ্ধতি

আপনার ডিজিটাল রেশন কার্ডের ভুল সংশোধন করার জন্য,

ধাপ ১: পশ্চিমবঙ্গে রেশন কার্ড এর ওয়েবসাইটে যান

‘Apply for correction in the existing ration card‘ অপশন
  1. প্রথমে, পশ্চিমবঙ্গ সরকারের রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে food.wb.gov.in-এ যান ।
  2. এরপর, বাঁদিকে স্ক্রিনে ‘Ration Card’ বলে একটি অপশনটিতে ক্লিক করুন।
  3. একটি নতুন পেজ খুলে যাবে।
  4. এরপর, অপশনগুলির মধ্যে থেকে ‘Apply for correction in the existing ration card‘ অপশনে ক্লিক করুন।
  5. আরো একটি নতুন পেজ খুলে যাবে।

(Direct link to the page)

ধাপ ২: Log In করুন

রেশন কার্ড পোর্টালে লগইন করার পেজ
  1. এরপর, একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।
  2. এখানে আপনার মোবাইল নাম্বার এন্টার করুন যা আপনার রেশন কার্ডের সাথে লিংক করা আছে।
  3. এরপর, ‘Get OTP’ বোতামে ক্লিক করুন।
  4. এরপর, OTP এন্টার করুন ও ‘Proceed’ বোতামে ক্লিক করুন।

যদি আপনি কোন মোবাইল নম্বর আপনার রেশন কার্ডের সঙ্গে লিংক করা আছে তা না জানেন তাহলে নিচে দেওয়া আর্টিকেলটি পড়ুন।

আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে তা জানার পদ্ধতি জানতে ক্লিক করুন

যদি আপনি প্রথমবার লগইন করছেন তাহলে আপনার সামনে আপনার রেশন কার্ডের ডিটেলস চাওয়া হতে পারে।

এরপর আপনার সামনে আপনার পরিবারের সদস্যের নাম উঠে আসবে।

অনলাইন আবেদনের এই পদ্ধতি ব্যবহার করার জন্য আপনার আধার কার্ড আপনার রেশন কার্ডের সঙ্গে লিংক করা থাকতে হবে।

যদি তা না থাকে তাহলে আপনি নিচে দেওয়া আর্টিকেলটি পড়ে তার লিংক করে নিতে পারেন।

আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার পদ্ধতিটি জানতে ক্লিক করুন

ধাপ ৩: ফর্ম ৫ ফিলাপ করুন

রেশন কার্ড ফর্ম ৫
  1. স্ক্রিনের নিচের দিকে স্ক্রল করুন।
  2. ‘Apply for form 5’ লেখা একটি অপশন দেখতে পাবেন তার নিচে ‘Apply Now’ এ ক্লিক করুন।
  3. এরপর, আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে। এখানে আপনি আপনার নিজের পরিবারের সদস্যের নাম বা অন্যান্য তথ্য যা যা ভুল আছে তা সংশোধন করে নিন।
  4. যদি কোন ভুল না থাকে তাহলে সেই জায়গাটিতে কোন বদল করবেন না।
  5. এইবার স্ক্রিনে নিচের দিকে যান এবং ‘Next’ বাটনটিতে ক্লিক করুন।

ধাপ ৪: ফর্ম ৫ জমা করুন

  1. একটি নতুন পেজ খুলে যাবে যেকানে আপনার করা সংশোধন গুলি দেখা যাবে।
  2. সেগুলি মিলিয়ে নিয়ে চেক বাক্স এ ক্লিক করুন।
  3. এরপর, ‘Proceed’ এ ক্লিক করুন।
  4. আরো একটি পেজ খুলে যাবে, সেখানে চেক বাক্স এ ক্লিক করুন।
  5. এরপর, ‘Get OTP’ তে ক্লিক করুন।
  6. OTP এন্টার করে ‘Submit OTP’ তে ক্লিক করুন।
  7. এরপর, আপনার সামনে একটি পেজ খুলে যাবে যেকানে ফর্ম টি সাবমিট হয়ে গ্যাছে।

এই পদ্ধতি অবলম্বন করে আপনি সহজেই পশ্চিমবঙ্গের রেশন কার্ডের সংশোধনের জন্য অনলাইনে বিনামূল্যে আবেদন করতে পারবেন।

আপনি যদি এপ্লাই করে থাকেন তাহলে সেই এপ্লিকেশনটির স্ট্যাটাস দেখার পদ্ধতি জানতে নিচে দেওয়া আর্টিকেলটি পড়তে পারেন।

পশ্চিমবঙ্গে রেশন কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখার পদ্ধতি জানতে ক্লিক করুন


আরো রাজ্য সরকারের প্রকল্প গুলি জানুন