পশ্চিমবঙ্গ সরকারের নোটিশ অনুযায়ী রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করা বাধ্যতামূলক করা হয়েছে।
এই পদ্ধতিকে রেশন ই-কেওয়াইসি (e-KYC) ও বলা হচ্ছে। এই প্রক্রিয়া অনলাইন ও অফলাইনে দু’জায়গাতেই শুরু হয়ে গিয়েছে।
আজ এই আর্টিকেলটির মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে অনলাইনে এই রেশন কার্ড e-KYC প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন।
তাহলে চলুন এই পদ্ধতিটি বিস্তারিত ভাবে দেখে নি…
পশ্চিমবঙ্গের রেশন কার্ড ও আধার কার্ড কিভাবে লিঙ্ক করবেন তার ভিডিও:
রেশন কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার আগে আপনি দেখে নিতে পারেন তা আগে থেকেই লিংক করা আছে নাকি।
রেশন কার্ড ও আধার কার্ড লিঙ্ক স্টেটাস চেক করার পদ্ধতি জানতে ক্লিক করুন
যদি আধার ও রেশন কার্ড লিংক করে নিয়ে থাকেন, তাহলে চলুন দেখে নি এই দুটি কার্ড লিংক কিভাবে করবেন।
পশ্চিমবঙ্গের রেশন কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার পদ্ধতি
রেশন কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার জন্য,
প্রথম ধাপ: পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ডিপার্টমেন্টের অফিশিয়াল ওয়েবসাইট খুলুন

- প্রথমে, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ডিপারমেন্ট এর ওয়েবসইটে (food.wb.gov.in)-এ যান।
- ওয়েবসাইট টি খুলে যাওয়ার পর “Link Aadhaar with RC” অপসন টিতে ক্লিক করুন।
দ্বিতীয় ধাপ: নিজের রেশন কার্ডের ডিটেলস এন্টার করুন

- একটি নতুন পেজ খুলে যাবে।
- সেই পেজটিতে নিজের রেশন কার্ডের ক্যাটাগরি টি সিলেক্ট করুন।
- এর পর নিজের রেশন কার্ডের নাম্বার এন্টার করুন।
- এর পর সার্চ এ ক্লিক করুন।
তৃতীয় ধাপ: আধার কার্ডের ডিটেলস এন্টার করুন

- আপনার রেশন কার্ড ডিটেলস স্ক্রিনে দেখা যাবে।
- আপনার সামনে দুটি অপশন দেখাবে। এর মধ্য থেকে আপনাকে “Update aadhar and mobile number” অপশনটিতে ক্লিক করতে হবে।
- আধার নম্বর এন্টার করে দিন ও তারপর ক্লিক করুন ভেরিফাই।
চতুর্থ ধাপ: ই-কেওইসিই কমপ্লিট করুন

- Verify এ ক্লিক করার পর আপনার যে মোবাইল নম্বরটি আধার কার্ডের সাথে লিংক করা আছে সেটিতে একটি ওটিপি আসবে। উইন্ডো খুলে যাবে।
- সেই ওটিপি টি নির্দিষ্ট জায়গায় এন্টার করে দিন।
- তারপরে ক্লিক করুন do-eKyc.
- আপনার সামনে আপনার আধার কার্ড এর সমস্ত ডিটেলস দেখা যাবে।
- সেটি যাচাই করে নিন এ ক্লিক করুন verify and save.
- এরপর আপনাকে জিজ্ঞেস করা হবে “Do You want to update your mobile no?”
- যদি আপনি মোবাইল নম্বর আপডেট করতে চান তাহলে Yes করে নতুন মোবাইল নাম্বারটি এন্টার করে সেভ করে দিন।
- যদি আপনি মোবাইল নাম্বার ইন্টার করতে না চান তাহলে No তে ক্লিক করুন।
আপনার আধার এবং রেশন কার্ড লিঙ্ক করা হবে, অর্থাৎ, আপনার রেশন কার্ড ই-কেওয়াইসি সফলভাবে সম্পন্ন হবে।
এই পদ্ধতি গুলি অনুসরণ করে আপনি সহজেই পশ্চিমবঙ্গে আপনার আধার কার্ড এবং রেশন কার্ড লিঙ্ক করতে পারেন। পশ্চিমবঙ্গে অনলাইনে আপনার রেশন ই-কেওয়াইসি সম্পন্ন করার এটি সবচেয়ে সহজ পদ্ধতি।
আধার ও রেশন কার্ড অনলাইনে লিংক করার জন্য যা ডকুমেন্ট লাগবে
আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করতে যে যে ডকুমেন্ট লাগবে সেগুলো হলো:
- মোবাইল নাম্বার
- আধার কার্ডের নম্বর
- রেশন কার্ডের নম্বর এবং ক্যাটাগরি
আরো লেটেস্ট খবর পড়ুন
- গাড়ি বা বাইকের ফিটনেস সার্টিফিকেট PDF ডাউনলোড প্রক্রিয়া ২০২৩
- গাড়ি বা বাইকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC) ডাউনলোড প্রক্রিয়া ২০২৩
- RTO-তে করা আবেদনের স্টেটাস অনলাইনে কিভাবে চেক করবেন ২০২৩
- বাইক/গাড়ির নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) ডাউনলোড পদ্ধতি ২০২৩
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট ডাউনলোড (PDF) অনলাইন প্রক্রিয়া ২০২৩