Skip to content
ration aadhar card link process wb

পশ্চিমবঙ্গের আধার ও রেশন কার্ড অনলাইনে লিংক করার পদ্ধতি ২০২৩

পশ্চিমবঙ্গ সরকারের নোটিশ অনুযায়ী রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করা বাধ্যতামূলক করা হয়েছে।

এই পদ্ধতিকে রেশন ই-কেওয়াইসি (e-KYC) ও বলা হচ্ছে। এই প্রক্রিয়া অনলাইন ও অফলাইনে দু’জায়গাতেই শুরু হয়ে গিয়েছে।

আজ এই আর্টিকেলটির মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে অনলাইনে এই রেশন কার্ড e-KYC প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন।

তাহলে চলুন এই পদ্ধতিটি বিস্তারিত ভাবে দেখে নি।

পশ্চিমবঙ্গের রেশন কার্ড ও আধার কার্ড কিভাবে লিঙ্ক করবেন তার ভিডিও:

রেশন কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার আগে আপনি দেখে নিতে পারেন তা আগে থেকেই লিংক করা আছে নাকি।

রেশন কার্ড ও আধার কার্ড লিঙ্ক স্টেটাস চেক করার পদ্ধতি জানতে ক্লিক করুন

যদি আধার ও রেশন কার্ড লিংক করে নিয়ে থাকেন, তাহলে চলুন দেখে নি এই দুটি কার্ড লিংক কিভাবে করবেন।

পশ্চিমবঙ্গের রেশন কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার পদ্ধতি

রেশন কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার জন্য,

প্রথম ধাপ: পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ডিপার্টমেন্টের অফিশিয়াল ওয়েবসাইট খুলুন

WB Ration Official Website
  1. প্রথমে, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ডিপারমেন্ট এর ওয়েবসইটে (food.wb.gov.in)-এ যান।
  2. ওয়েবসাইট টি খুলে যাওয়ার পর “Link Aadhaar with RC” অপসন টিতে ক্লিক করুন।

(Direct Link to the page)

দ্বিতীয় ধাপ: নিজের রেশন কার্ডের ডিটেলস এন্টার করুন

  1. একটি নতুন পেজ খুলে যাবে।
  2. সেই পেজটিতে নিজের রেশন কার্ডের ক্যাটাগরি টি সিলেক্ট করুন।
  3. এর পর নিজের রেশন কার্ডের নাম্বার এন্টার করুন।
  4. এর পর সার্চ এ ক্লিক করুন।

তৃতীয় ধাপ: আধার কার্ডের ডিটেলস এন্টার করুন

  1. আপনার রেশন কার্ড ডিটেলস স্ক্রিনে দেখা যাবে।
  2. আপনার সামনে দুটি অপশন দেখাবে। এর মধ্য থেকে আপনাকে “Update aadhar and mobile number” অপশনটিতে ক্লিক করতে হবে।
  3. আধার নম্বর এন্টার করে দিন ও তারপর ক্লিক করুন ভেরিফাই।

চতুর্থ ধাপ: ই-কেওইসিই কমপ্লিট করুন

  1. Verify এ ক্লিক করার পর আপনার যে মোবাইল নম্বরটি আধার কার্ডের সাথে লিংক করা আছে সেটিতে একটি ওটিপি আসবে। উইন্ডো খুলে যাবে।
  2. সেই ওটিপি টি নির্দিষ্ট জায়গায় এন্টার করে দিন।
  3. তারপরে ক্লিক করুন do-eKyc.
  4. আপনার সামনে আপনার আধার কার্ড এর সমস্ত ডিটেলস দেখা যাবে।
  5. সেটি যাচাই করে নিন এ ক্লিক করুন verify and save.
  6. এরপর আপনাকে জিজ্ঞেস করা হবে “Do You want to update your mobile no?”
  7. যদি আপনি মোবাইল নম্বর আপডেট করতে চান তাহলে Yes করে নতুন মোবাইল নাম্বারটি এন্টার করে সেভ করে দিন।
  8. যদি আপনি মোবাইল নাম্বার ইন্টার করতে না চান তাহলে No তে ক্লিক করুন।

আপনার আধার এবং রেশন কার্ড লিঙ্ক করা হবে, অর্থাৎ, আপনার রেশন কার্ড ই-কেওয়াইসি সফলভাবে সম্পন্ন হবে।

এই পদ্ধতি গুলি অনুসরণ করে আপনি সহজেই পশ্চিমবঙ্গে আপনার আধার কার্ড এবং রেশন কার্ড লিঙ্ক করতে পারেন। পশ্চিমবঙ্গে অনলাইনে আপনার রেশন ই-কেওয়াইসি সম্পন্ন করার এটি সবচেয়ে সহজ পদ্ধতি।

আধার ও রেশন কার্ড অনলাইনে লিংক করার জন্য যা ডকুমেন্ট লাগবে

আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করতে যে যে ডকুমেন্ট লাগবে সেগুলো হলো:

  1. মোবাইল নাম্বার
  2. আধার কার্ডের নম্বর
  3. রেশন কার্ডের নম্বর এবং ক্যাটাগরি

প্রয়াসই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

পশ্চিমবঙ্গে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য কী কী নথির প্রয়োজন?

পশ্চিমবঙ্গে আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করতে শুধু আপনার আধার কার্ড এবং আপনার রেশন কার্ড নম্বর প্রয়োজন।

কিভাবে রেশন কার্ড অফলাইনে আধার কার্ড লিঙ্ক করবেন?

আপনি আপনার নিকটবর্তী রেশন দোকানে গিয়ে বায়োমেট্রিক প্রমাণীকরণের মাধ্যমে আপনার পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ডটিকে আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করতে পারেন।


আরো রাজ্য সরকারের প্রকল্প গুলি জানুন