পশ্চিমবঙ্গ সরকারের নোটিশ অনুযায়ী রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করা বাধ্যতামূলক করা হয়েছে। এই পদ্ধতিকে রেশন ই-কেওয়াইসি (e-KYC) ও বলা হচ্ছে।
এই প্রক্রিয়া অনলাইন ও অফলাইনে দু’জায়গাতেই শুরু হয়ে গিয়েছে।
এই আর্টিকেলটির মাধ্যমে আপনি রেশন কার্ড e-KYC প্রক্রিয়া সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলি জানতে পারবেন,
তাহলে চলুন এগুলি বিস্তারিত ভাবে দেখে নেওয়া যাক।
আধার ও রেশন কার্ড লিংক করার জন্য যা তথ্য প্রয়োজন
রেশন কার্ডের সঙ্গে আধার লিংক করতে যা যা তথ্য প্রয়োজন হবে সেগুলো হলো:
- মোবাইল নাম্বার
- আধার কার্ডের নম্বর
- রেশন কার্ডের নম্বর এবং ক্যাটাগরি
রেশন কার্ড ও আধার কার্ড লিংক করার আগে আপনি দেখে নিতে পারেন তা আগে থেকেই লিংক করা আছে নাকি।
রেশন কার্ড ও আধার কার্ড লিংক স্টেটাস চেক করার পদ্ধতি জানতে ক্লিক করুন
যদি আধার ও রেশন কার্ড লিংক করা না থাকে, তাহলে চলুন দেখে নি এই দুটি কার্ড লিংক কিভাবে করবেন।
পশ্চিমবঙ্গের রেশন কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার পদ্ধতি
রেশন কার্ড ও আধার কার্ড লিঙ্ক করার জন্য,
ধাপ ১: পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ডিপার্টমেন্টের অফিশিয়াল ওয়েবসাইট খুলুন
- প্রথমে, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ডিপারমেন্ট এর ওয়েবসইটে (food.wb.gov.in)-এ যান।
- ওয়েবসাইট টি খুলে যাওয়ার পর “Link Aadhaar with RC” বিকল্পটিতে ক্লিক করুন।
- একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।
ধাপ ২: নিজের রেশন কার্ডের ডিটেলস এন্টার করুন
- নতুন পেজটিতে, আপনার রেশন কার্ডের নম্বর এন্টার করুন।
- এরপর, ‘Search’ বোতামে ক্লিক করুন।
- আপনার রেশন কার্ডের তথ্য স্ক্রিনে প্রদর্শিত হবে।
আপনার যদি আপনার ডিজিটাল রেশন কার্ড নম্বর মনে না থাকে তবে আপনি এটি খুঁজে পেতে এই নিবন্ধে দেওয়া পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন:
রেশন কার্ড নম্বর খুঁজে পাওয়ার পদ্ধতি জানতে ক্লিক করুন
ধাপ ৩: আধার কার্ডের ডিটেলস এন্টার করুন
- এরপর, “Link aadhar and mobile number” বিকল্পে ক্লিক করুন।
- এরপর, নির্দিষ্ট ক্ষেত্রে আপনার আধার নম্বর এন্টার করে দিন।
- এরপর, “I do consent” চেকবক্সে টিক দিন।
- এরপর, ‘Send OTP’ বোতামে ক্লিক করুন।
ধাপ ৪: e-KYC কমপ্লিট করুন
- আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে।
- এরপর, নির্দিষ্ট ক্ষেত্রে প্রাপ্ত OTP এন্টার করুন।
- এরপর, ‘Submit’ বোতামে ক্লিক করুন।
- আপনার ছবির সাথে আপনার আধারের তথ্য দেখানো হবে।
- এরপর, বিস্তারিত যাচাই করুন এবং তারপর “Verify and Submit” বোতামে ক্লিক করুন।
- এরপর, ‘Ok’ বোতামে ক্লিক করুন।
- এরপর, আপনাকে জিজ্ঞেস করা হবে, “Do You want to update your mobile no?”
- আপনি যদি এটি আপডেট করতে চান তবে “Yes”-এ ক্লিক করুন, নতুন নম্বর এন্টার করুন এবং এটি Save করুন।
- আপনি যদি আপডেট করতে না চান তবে “No” এ ক্লিক করুন।
আপনার আধার এবং রেশন কার্ড লিঙ্ক করা হবে, অর্থাৎ, আপনার রেশন কার্ড e-KYC সফলভাবে সম্পন্ন হবে।
এই পদ্ধতিগুলি অনুসরণ করে আপনি সহজেই পশ্চিমবঙ্গে আপনার আধার কার্ড এবং রেশন কার্ড লিঙ্ক করতে পারেন। পশ্চিমবঙ্গে অনলাইনে আপনার রেশন ই-কেওয়াইসি সম্পন্ন করার এটি সবচেয়ে সহজ পদ্ধতি।
আরো রেশন কার্ড সংক্রান্ত তথ্য
- ডিজিটাল রেশন কার্ড পশ্চিমবঙ্গ (খাদ্য সাথী স্কিম) 2024
- ভর্তুকিহীন রেশন কার্ড পশ্চিমবঙ্গ (ফর্ম ১০) অনলাইনে আবেদন করুন
- খাদ্য সাথী আমার রেশন মোবাইল অ্যাপ – কীভাবে ব্যবহার করবেন
- পশ্চিমবঙ্গ দুয়ারে রেশন ও রেশন কার্ড হোয়াটসঅ্যাপ নম্বর
- নাম বা মোবাইল নম্বর দিয়ে রেশন কার্ড চেক করার পদ্ধতি জেনে নিন
- পশ্চিমবঙ্গে e-Ration কার্ড কিভাবে ডাউনলোড করবেন তা জেনে নিন