Skip to content

পশ্চিমবঙ্গে রেশন কার্ড ও আধার লিংক আছে নাকি কিভাবে বুঝবেন

পশ্চিমবঙ্গ সরকার রেশন কার্ডের সঙ্গে আধার ও মোবাইল নাম্বার লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে। এর ফলে আমাদের সবার মাথায় একটি প্রশ্ন আসছে যে আমাদের রেশন কার্ডের সাথে আধার মোবাইল লিংক করা আছে কিনা।

আজ এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা জানতে পারবেন রেশন কার্ডের সঙ্গে আধার ও মোবাইল লিংক করা আছে কি নেই তা কিভাবে যাচাই করবেন।

আজ রেশন আধার লিংক স্ট্যাটাস বা e-KYC স্ট্যাটাস নিয়ে নিচে দেওয়া বিষয়গুলি জানতে পারবেন,

তাহলে চলুন এই বিষয়গুলি বিস্তারিত ভাবে দেখে নেওয়া যাক।

আধার ও রেশন কার্ড অনলাইনে লিংক আছে নাকি দেখার জন্য প্রয়োজন তথ্য

আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক আছে নাকি দেখতে আপনার রেশন কার্ডের নম্বর প্রয়োজন হবে।

আপনি যদি আপনার রেশন কার্ড নম্বর ভুলে গিয়ে থাকেন, আপনি এটি অনলাইনে খুঁজে পেতে পারেন।

অনলাইনে রেশন কার্ড নম্বর খোঁজার পদ্ধতি জানতে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের রেশন কার্ড ও আধার কার্ড লিঙ্ক যাচাই করার পদ্ধতি

রেশন কার্ড ও আধার কার্ড লিঙ্ক যাচাই করার পদ্ধতিটি নিচে দেওয়া হলো:

ধাপ ১: পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ডিপার্টমেন্টের অফিশিয়াল ওয়েবসাইট খুলুন

রেশন আধার লিংক চেক করার অপশনটি
  1. প্রথমে, আপনাকে যেতে হবে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ডিপারমেন্ট এর ওয়েবসইটে (food.wb.gov.in).
  2. ওয়েবসাইট টি খুলে যাওয়ার পর “Citizen’s Home” অপসনে ক্লিক করুন। আপনি যদি মোবাইল থেকে করছেন তবে এটি কিছুটা নিচে স্ক্রোল করলেই পেয়ে যাবেন।
  3. এরপর, “Enquiry” অপশনে ক্লিক করুন।
  4. এরপর, “Check Aadhaar linking Status of your Ration Card” অপশনে ক্লিক করুন।
  5. আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে।

(পেজটির সরাসরি লিংক)

ধাপ ২: রেশন কার্ড নম্বর এন্টার করুন

রেশন কার্ড e-KYC স্ট্যাটাস চেক করার পেজ
  1. পেজ টি খুলে যাওয়ার পর, নিজের রেশন কার্ড এর নম্বর এন্টার করুন।
  2. এর পরে ‘Check Status’ বোতামে ক্লিক করুন।
  3. আরো একটি নতুন পেজ খুলে যাবে।

ধাপ ৩: স্ট্যাটাস ভেরিফাই করুন

  1. পেজ টি খোলার পর আপনি দেখতে পাবেন আপনার সামনে আপনার রেশন কার্ড এর সমস্ত ডিটেলস চলে আসবে।
  2. এখানে আপনি দেখতে পাবেন আপনার আধার কার্ডের নাম্বার রেশন কার্ডের সঙ্গে যুক্ত আছে কিনা।
  3. আপনার e-KYC যদি “Not Done” দেখায়, থামলে জানবেন আপনার আধার রেশন লিংক সম্পূর্ণ হয়নি।
  4. যদি তা “Done” দেখায়, তাহলে জানবেন আপনার আধার ও রেশন লিংক সম্পূর্ণ হয়ে গিয়েছে।

এই পদ্ধতি অবলম্বন করে আপনি নিজেই অনলাইনে যাচাই করতে পারবেন যে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে কিনা।

সাথে আপনি আপনার ও আপনার পরিবারের সকলের রেশন কার্ড e-KYC স্টেটাস ও চেক করতে পারবেন।

পশ্চিমবঙ্গে বিভিন্ন আধার এবং রেশন কার্ড লিঙ্ক স্ট্যাটাসের অর্থ

আপনার আধার এবং রেশন কার্ড লিঙ্কের স্ট্যাটাস চেক করার সময়, আপনি দেখতে পাবেন যে স্ট্যাটাস দুটি অংশে দেখানো হয়েছে, ” Demo Auth” এবং ” eKYC”।

আপনি তিন ধরনের স্ট্যাটাসের একটি দেখতে পাবেন। তাদের প্রতিটি অর্থ নীচে দেওয়া রইলো।

Demo Auth statusEKYC statusঅর্থ
Not DoneNot Doneআপনার আধার আপনার রেশন কার্ডের সাথে যুক্ত নয় এবং আপনার ই-কেওয়াইসি সম্পূর্ণ হয়নি। আপনাকে আপনার ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে।
DoneNot Doneআপনার আধার আপনার রেশন কার্ডের সাথে যুক্ত কিন্তু আপনার ই-কেওয়াইসি সম্পূর্ণ হয়নি। আপনাকে আপনার ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে।
DoneDoneআপনার আধার আপনার রেশন কার্ডের সাথে যুক্ত এবং ই-কেওয়াইসি সম্পন্ন হয়েছে।

যদি লিঙ্ক করা না থাকে বা eKYC করা না থাকে তাহলে আধারের সাথে রেশন কার্ড লিঙ্ক করার পদ্ধতি দেখতে ক্লিক করুন

পশ্চিমবঙ্গ রেশন কার্ড এবং আধার লিংক স্ট্যাটাসে “Demo Auth” বিভাগটি মূলত দেখায় যে কোনও আধার নম্বর আপনার রেশন কার্ডের সাথে যুক্ত আছে কিনা। এটি আপনার e-KYC স্ট্যাটাস নয়।


আরো রেশন কার্ড সংক্রান্ত তথ্য