Skip to content

পশ্চিমবঙ্গে রেশন কার্ড এর স্টেটাস চেক করার পদ্ধতি

পশ্চিমবঙ্গ সরকার অনলাইন এর মাধ্যমে বহু রেশন কার্ড সম্মন্ডিত এপ্লিকেশন জমা নিয়ে থাকে।

আজ যে পদ্ধতি আপনাদের দেখাবো, এই পদ্ধতি ফলো করে আপনি রেশন কার্ড সম্বন্ধিত যেকোনো অ্যাপ্লিকেশন ফরমের স্ট্যাটাস চেক করতে পারবেন।

সে রেশন কার্ডের কোন ডিটেলস ঠিক করা হোক বা নতুন রেশন কার্ডের জন্যে এপ্লাই করা হোক।

আজ এই আর্টিকেলটিতে আপনি রেশন কার্ডের স্ট্যাটাস চেক সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলি জানতে পারবেন।

তাহলে চলুন এগুলি বিস্তারিত ভাবে দেখে নেওয়া যাক।

পশ্চিমবঙ্গে রেশন কার্ড আবেদনের স্ট্যাটাস চেক করার পদ্ধতি

অনলাইন এর মাধ্যমে স্টেটাস চেক করার ভিডিও:

আপনি চাইলে ভিডিও টি দেখতে পারেন।

পশ্চিমবঙ্গের রেশন কার্ড এর এপ্লিকেশন স্টেটাস চেক করার জন্য,

প্রথম ধাপ: পশ্চিমবঙ্গে রেশন কার্ড এর ওয়েবসাইটে যান

  1. প্রথমে আপনাকে যেতে হবে পশ্চিমবঙ্গ সরকারের রেশন কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে।
  2. এরপর, স্ক্রিনের বাম পাশে ‘Citizen’s Home’ অপশনে ক্লিক করুন।
  3. এরপরে, “CHECK RATION CARD APPLICATION STATUS” বিকল্পে ক্লিক করুন।
  4. একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।

আপনি যদি মোবাইল থেকে খুলে থাকেন তাহলে একটু নিচের দিকে স্ক্রল করলেই অপশনটি পেতে পারেন।

দ্বিতীয় ধাপ: এপ্লিকেশন এর ডিটেলস এন্টার করুন

  1. নতুন পেজটিতে, আপনি যে অ্যাপ্লিকেশন ফর্ম টি জমা দিয়েছিলেন সেই ফর্ম নাম্বার টি সিলেক্ট করুন।
  2. তারপর আপনার জমা দেওয়া ফর্ম এর এপ্লিকেশন নাম্বারটি এন্টার করুন।
  3. যদি আপনার কাছে অ্যাপ্লিকেশন নাম্বার না থাকে বা আপনি যদি অ্যাপ্লিকেশন নাম্বারটি ভুলে গিয়ে থাকেন তাহলে আপনি যে মোবাইল নাম্বার ব্যবহার করে এই অ্যাপ্লিকেশনটি জমা দিয়েছিলেন সেই টি এন্টার করুন।
  4. এরপর ক্যাপচা কোড এন্ডার করে সার্চ বাটনে ক্লিক করুন।

তৃতীয় ধাপ: এপ্লিকেশন স্টেটাস চেক করুন

  1. ক্লিক কর সাথে সাথে আপনি দেখবেন যে একটু নিচের দিকে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস শো করছে।
  2. এইখানে আপনি দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশনটি এখনো প্রসেসিং এ আছে না এপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে।

যদি আপনি অফলাইনে এর মাধ্যমে এপ্লাই করে থাকেন, তাহলে আপনাকে দেখাতে পারে data not uploaded বা form not uploaded, এর মানে আপনার অ্যাপ্লিকেশনটি এখনো প্রসেসিং এ আছে।

কিছুদিন পর ও একই জিনিস দেখালে আপনি আপনার নিকটবর্তী রেশন সেন্টারে কথা বলে দেখতে পারেন।

এই পদ্ধতিটি ফলো করলে আপনি সহজেই অনলাইনে আপনার রেশন কার্ডের অ্যাপ্লিকেশন এর স্ট্যাটাস চেক করতে পারবেন।

পশ্চিমবঙ্গের রেশন কার্ডের স্ট্যাটাস এবং বিবরণ চেক করার পদ্ধতি

রেশন কার্ডের তথ্য ও স্ট্যাটাস অনলাইনে চেক করতে,

ধাপ ১: পশ্চিমবঙ্গে রেশন কার্ড এর ওয়েবসাইটে যান

  1. প্রথমে, পশ্চিমবঙ্গ সরকারের রেশন কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে যান।
  2. এরপর, স্ক্রিনের বাম পাশে ‘Citizen’s Home’ অপশনে ক্লিক করুন।
  3. এরপরে, “SEARCH YOUR RATION CARD DETAILS” বিকল্পে ক্লিক করুন।
  4. একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।

(Direct Link to the page)

ধাপ ২: রেশন কার্ডের স্ট্যাটাস এবং ডিটেলস চেক করুন

  1. নতুন পেজটিতে, নির্দিষ্ট ক্ষেত্রে আপনার রেশন কার্ড নম্বর এন্টার করুন।
  2. এরপরে, আপনার রেশন কার্ডের বিভাগ নির্বাচন করুন।
  3. এরপরে, ক্যাপচা কোড এন্টার করুন এবং “Search” বোতামে ক্লিক করুন।
  4. আপনার রেশন কার্ডের বিবরণ এবং স্ট্যাটাস স্ক্রিনে প্রদর্শিত হবে।

এই পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি সহজেই আপনার রেশন কার্ডের স্ট্যাটাস ও তথ্য অনলাইনে চেক করতে পারবেন।


আরো রাজ্য সরকারের প্রকল্প গুলি জানুন