লকডাউন পরবর্তীকালে অবশেষে বড়োসড়ো সিদ্ধান্ত নিল ভারতীয় রেল কর্তৃপক্ষ। দূরপাল্লার ট্রেন বহুদিন আগে চালু হলেও, লোকাল ট্রেন এতদিন চালু হয়নি।
করোনা মোকাবিলায় সাধারণ মানুষের মধ্যে গোষ্ঠী সংক্রমণের রোধের কথা ভেবেই এতদিন লোকাল ট্রেন চালুর সবুজ সিগনাল দেয়নি কেন্দ্রীয় সরকার।
তবে অবশেষে, লোকাল ট্রেন চালুর সিদ্ধান্তের উপর সিলমোহর পড়তে চলেছে শীঘ্রই।
মহারাষ্ট্র সরকার সম্প্রতি সাধারণ মানুষের অসুবিধার কথা জানিয়ে ভারতীয় রেলের কাছে লোকাল ট্রেন চালু করার বিষয়ে আবেদন জানিয়েছিল।
তার ফলপ্রসূত, সেন্ট্রাল এবং ওয়েস্টার্ন রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে বিশেষ কিছু বিধিনিষেধ মেনে তারা লোকাল ট্রেন চালু করতে প্রস্তুত।
আরো পড়ুন: অকারণে FIR করে আর হেনস্থা নয় সাধারণ মানুষকে, কলকাতা পুলিশকে কড়া ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
তবে লোকাল ট্রেন চালু করলেও, সাধারণ মানুষদের জন্য কিছু বিধিনিষেধ বেঁধে দেওয়া হবে।
লোকাল ট্রেন চালু হলে সীমিত করা হবে যাত্রীসংখ্যা। তাছাড়াও, সাধারণ মানুষের জন্য দিনের একটি নির্দিষ্ট সময়ে লোকাল ট্রেন পরিষেবা চালু করা হবে।
তবে সময়সীমার ব্যাপারে নির্ধারিত ভাবে কর্তৃপক্ষের তরফ থেকে এখনো কিছু স্পষ্ট ভাবে জানানো হয়নি।
পরিসংখ্যান অনুযায়ী, লকডাউনের পূর্বে যেখানে যাত্রী সংখ্যা ছিল প্রায় দৈনিক ৩৫ লাখ, সেই সংখ্যাটা কমে দাঁড়াতে পারে ১০ লাখের কাছাকাছি।
এর পাশাপাশি, দৈনিক ট্রেনের সংখ্যাও বাড়ানো হবে। যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখা এবং প্রযুক্তিগত উপলব্ধির জন্য আরপিএফ এবং জিআরপি এর সাহায্য নেওয়া হবে।
তবে, মহারাষ্ট্রে শীঘ্রই লোকাল ট্রেন পরিষেবা চালু হলেও, পশ্চিমবঙ্গে কবে লোকাল ট্রেন পরিষেবা চালু হবে সেই নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি।
আরো পড়ুন: নতুন বছরের নতুন চমক: শীঘ্রই পরিষেবা শুরু কলকাতা মেট্রোর আর এক রুট
নিত্যযাত্রীরা রাজ্যের বিভিন্ন জায়গায় দফায় দফায় বিক্ষোভ চালালেও, রাজ্য সরকার পর্যায়ক্রমিক বৈঠকের মাধ্যমে কোনো সিদ্ধান্তে এখনো পর্যন্ত উপনীত হতে পারেননি।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- সামস্য সমাধন (জন সংযোগ) প্রকল্প পশ্চিমবঙ্গ 2024 – সমস্ত তথ্য
- স্বাস্থ্য সাথী কার্ড ব্যালেন্স চেক করার অনলাইন পদ্ধতি 2024
- আধার নম্বর (UID) Lock /Unlock কীভাবে করবেন অনলাইন ২০২৪
- কল্পতরু মেলা (দুর্গাপুর) ২০২৪ – তারিখ, সময় এবং ইতিহাস
- SAIL মেডিক্লেম ই-কার্ড (PDF) কিভাবে ডাউনলোড করবেন ২০২৪
- mParivahan অ্যাপে আপনার DL এবং RC কীভাবে সেভ করবেন 2024
- LPG গ্যাস KYC আপডেট (অনলাইন e-KYC এবং অফলাইন) পদ্ধতি ২০২৪
- নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স (DL) নম্বর কীভাবে খুঁজে পাবেন জেনে নিন
- প্রতিবন্ধী শংসাপত্রের স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি পশ্চিমবঙ্গ