Skip to content

পশ্চিমবঙ্গ রেশন কার্ড এর ক্যাটাগরি/বিভাগ বদলানোর আবেদন করার পদ্ধতি

পশ্চিমবঙ্গ সরকার পাঁচ ধরনের রেশন কার্ড আমাদের জন্য ব্যবস্থা করেছে যার নাম AAY, PHH, SPHH, RKSY-I, RKSY-II.

রেশন কার্ডের বিভাগগুলি বিভক্ত করা হয়েছে পারিবারিক আয়, কাস্ট ও ঘরবাড়ি, জমিজমা অর্থাৎ সম্পত্তির উপর।

আপনার ডিজিটাল রেশন কার্ড এর বিভাগ আপনার অনলাইনে আবেদন করার সময় আপনার দেওয়া তথ্যগুলো উপরে নির্ভর করবে।

কিছু সময় হতে পারে আপনি ভুল বিভাগের ডিজিটাল রেশন কার্ড টি পেয়েছেন। তবে সে ক্ষেত্রে দুশ্চিন্তা করার কোন কারণ নেই এবং আপনি সহজেই আপনার ডিজিটাল রেশন কার্ড বদলাতে পারেন অনলাইনে বিনা কোন খরচেই।

এছাড়াও আপনি জেনারেল তথা non-subsidised রেশন কার্ড একটি সাবসিডাইজড রেশন কার্ডে বদলাতে পারেন।

এই আর্টিকেলে আপনি বিস্তারিত পদ্ধতি জানতে পারবেন কেমন করে পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ডের এক বিভাগ থেকে অন্য বিভাগ এ বদলাবেন।

অনলাইনে রেশন কার্ডের বিভাগ বদলানোর আবেদন করার পদ্ধতি

অনলাইনের মাধ্যমে রেশন কার্ড এর ক্যাটাগরি/বিভাগ বদলানোর আবেদন করার পদ্ধতিটি নিচে দেওয়া রইলো:

প্রথম ধাপ: পশ্চিমবঙ্গে রেশন কার্ড এর ওয়েবসাইটে যান

  1. প্রথমে, পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  2. এরপর, বাঁদিকে ‘Ration Card’ অপশনটিতে ক্লিক করুন।
  3. তারপর ক্লিক করুন “Apply for change of Ration Card category” অপসনটিতে।
  4. একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।

(Direct link to the page)

আপনি যদি আবেদনটি মোবাইল থেকে করছেন, তাহলে আপনাকে ‘Ration Card’ অপশনটি পেতে একটু স্ক্রল করতে হতে পারে।

পশ্চিমবঙ্গ সরকারের ডিজিটাল রেশন কার্ড ফেসিলিটি উপভোগ করার জন্য প্রথমত আপনাকে আপনার রেশন কার্ড আধার কার্ড এবং মোবাইল নাম্বারের সঙ্গে লিংক করাতে হবে।

এই লিংকটিতে ক্লিক করুন আপনার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড অনলাইন লিঙ্ক করানোর জন্য

দ্বিতীয়ত ধাপ: আপনি ওয়েস্ট বেঙ্গল ডিজিটাল রেশন কার্ড পোর্টালটিতে লগইন করুন

  1. আপনাকে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি দিতে হবে যেটা আপনার রেশন কার্ডের সাথে লিংক করানো আছে।
  2. আপনি যদি আপনার স্ত্রীর রেশন কার্ড স্থানান্তর করতে চান তবে আপনার স্ত্রীর রেশন কার্ড যে পরিবারের সাথে লিঙ্ক করা আছে তার মোবাইল নম্বর এন্টার করুন।
  3. তারপর ‘Get OTP’ অপশনটিতে ক্লিক করুন। আপনি আপনার রেজিস্টারড মোবাইল নাম্বারে OTP পাবেন।
  4. নির্দিষ্ট জায়গায় OTPএন্টার করুন এবং ‘Proceed’ বোতামটিতে ক্লিক করুন।
  5. পশ্চিমবঙ্গ সরকারের অনলাইন রেশন কার্ড পোর্টালটি আপনার স্ক্রিনে খুলে যাবে।

যদি আপনার রেশন কার্ড এর সাথে কোন নম্বরটি যোগ করা আছে না জেনে থাকেন, তাহলে নিচে দেওয়া আর্টিকেল টি পড়তে পারেন।

রেশন কার্ড এর সাথে কোন নম্বর যুক্ত আছে জানার পদ্ধতি জানতে ক্লিক করুন

তৃতীয় ধাপ: ফর্ম ৮ ফিলাপ করার পদ্ধতি

  1. এরপর পেজের ফর্ম বিভাগে চলে যান।
  2. তারপরে ফর্ম নাম্বার ৮ এর তলায় “Apply Now” অপশনটিতে ক্লিক করুন।
  3. এরপর আপনার সামনে একটি তালিকা আসবে যেখানে অনেকগুলো অপশন এবং চেকবক্স থাকবে।
  4. আপনার সাথে প্রযোজ্য যে চেকবাক্স সেটির পাশে ক্লিক করুন, চেকবক্স গুলির উপর ভিত্তি করে আপনার রেশন কার্ডের বিভাগ ধার্য করা হবে। তাই ভীষণ সাবধানে তথ্যগুলো ভরবেন।
  5. একটু নিচে স্ক্রল করার পরে আপনার সামনে নতুন তালিকা চলে আসবে।
  6. আপনার উপর প্রযোজ্য অপশনটি বেছে নিন এবং তারপরে চেকবক্সটি পাশে ক্লিক করুন।
  7. তারপর ‘Next’ বোতামটিতে ক্লিক করুন। একটা নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।
  8. আপনি যদি কোন ভুল করে থাকেন তাহলে “Back” বোতাম টি ক্লিক করে পুনরায় সঠিক তথ্য দিয়ে দিন।
  9. যদি সমস্ত কিছু সঠিক থাকে তাহলে নিচে স্ক্রল করুন।
  10. এর পর “It’s okay” চেকবক্সটির পাশে ক্লিক করুন।
  11. তারপর ক্লিক করুন “Proceed” বোতামটিতে। একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।

চতুর্থ ধাপ: ফ্রম ৮ সাবমিট করার পদ্ধতি

  1. নতুন পেজটিতে, “I Certify” চেকবক্সটিতে ক্লিক করবেন এবং তারপরে ‘Get OTP’ অপশনটিতে ক্লিক করবেন।
  2. OTP পাওয়ার পর নির্দিষ্ট জায়গায় সেটি এন্টার করুন এবং ‘Submit OTP’ বোতামটিতে ক্লিক করুন।
  3. এরপর আপনার কাছে একটি সাকসেস নোটিশ আসবে। আপনার ফর্মটি সফলভাবে জমা পড়েছে এটাই তার প্রমান হিসেবে থাকবে আপনার কাছে।

আপনি এবার সহজেই পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড পোর্টালটি যখন খুশি লগইন করতে পারেন এবং আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারেন।

লগইন ছাড়াও আপনি আপনার রেশন কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারেন।

তার জন্য একটি অপশন আছে।

আপনি এই আর্টিকেলটি পড়তে পারেন সেই তথ্য জানার জন্য।

এই লিংকটিতে ক্লিক করুন আপনার রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য

এই পদ্ধতি অবলম্বন করলে আপনি সহজেই আপনার ডিজিটাল রেশন কার্ডের বিভাগ পরিবর্তন করতে পারবেন অনলাইনে পশ্চিমবঙ্গ ফুড এন্ড সাপ্লাই ডিপার্টমেন্ট এর অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা।


আরো রাজ্য সরকারের প্রকল্প গুলি জানুন