জনপ্রিয়তার দিক থেকে হোয়াটসঅ্যাপ বিশ্বের প্রায় সকল ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক ভাবে প্রচলিত।
অনলাইন যোগাযোগের মাধ্যম হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে হোয়াটসঅ্যাপ।
স্বতন্ত্র অ্যাপ্লিকেশন হিসেবে হোয়াটসঅ্যাপ বহুদিন জনপ্রিয়তার শীর্ষে থাকার পর ২০১৪ সালে এই অ্যাপ্লিকেশনটি কিনে নেয় মার্ক জুকারবার্গের ফেসবুক।
এরপর থেকেই হোয়াটসঅ্যাপ খুললেই দেখা যায় ফেসবুকের নাম, এমনকি ফেসবুকের যাবতীয় পোস্ট বিনিময় করা যায় হোয়াটসঅ্যাপে।
ব্যবহারকারীদের চমকে দিয়েই এবার হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত হতে চলেছে ফেসবুক মেসেঞ্জার।
সম্প্রতি WABetaInfo-র একটি রিপোর্ট থেকে জানা গেছে, ফেসবুকের দুটি জনপ্রিয় অনলাইন চ্যাটিং অ্যাপের মধ্যে সংযোগ স্থাপন করার কাজ চলছে।
[আরো পড়ুন: দেখে নিন ১০ টি জনপ্রিয় অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট যা চীনে নিষিদ্ধ ]
WABetaInfo-র তরফে জানানো হয়েছে, এই দুটি চ্যাটিং অ্যাপ যুক্ত হওয়ার পরে হোয়াটসঅ্যাপের সমস্ত ব্যাক্তিগত মেসেজ সম্পূর্ণ এনক্রিপ্টেড রাখার চেষ্টা করা হবে।
এক ঝলকে দেখে নেওয়া যাক এই দুটি অ্যাপ যুক্ত হওয়ার ফলে, কি কি সুবিধা পাবেন ব্যবহারকারীরা:
• ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন।
• কোনো কন্ট্যাক্ট এর ফোন নম্বর, মেসেজ কাউন্টার ইত্যাদি তথ্য সহজে জানা যাবে।
• ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের পুষ নোটিফিকেশন টিউন অ্যাকসেস করতে পারবেন ব্যবহারকারীরা।
• হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করেছেন কিনা ত সহজে জানতে পারবেন ব্যবহারকারীরা।
• এছাড়া, ফেসবুক মেসেঞ্জার এর সাহায্যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর সমস্ত তথ্য জানা যাবে।
WABetaInfo-র তরফ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ পরীক্ষাধীন প্রক্রিয়ায় আছে এই অ্যাপের ডেভেলপমেন্ট।
যদি পরবর্তীকালে এই ফিচার নিয়ে কোনো সমস্যা দেখা যায়, ফেসবুক সম্পূর্ণভাবে এই ফিচার বন্ধ করে দেবে ভবিষ্যতে।
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট ডাউনলোড (PDF) অনলাইন প্রক্রিয়া ২০২৩
- কৃষক বন্ধু আইডি নাম্বার চেক (সার্চ) করার অনলাইন পদ্ধতি ২০২৩
- স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন পদ্ধতি পশ্চিমবঙ্গ ২০২৩
- স্বাস্থ্য সাথী অনলাইন আবেদনের স্টেটাস চেক কীভাবে করবেন ২০২৩
- ভোটার আইডি-র সাথে আধার লিংক করার অনলাইন পদ্ধতি ২০২৩