Skip to content

পশ্চিমবঙ্গ উৎসশ্রী পোর্টাল – যোগ্যতা, কি ভাবে আবেদন করবেন

পশ্চিমবঙ্গ সরকার কিছুদিন আগেই এই নতুন উৎস শ্রী প্রকল্প কথা ঘোষণা করেছেন।

এই পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকা নিজস্ব জেলায় বদলির আবেদন করতে পারবেন।

পশ্চিমবঙ্গ সরকার কেউ জানিয়েছেন যে এর দ্বারা শিক্ষক-শিক্ষিকাদের আর নিজের বাড়ি থেকে দূরে থেকে কাজ করতে হবে না।

আজ এই আর্টিকেলটির মাধ্যমে আপনি পশ্চিমবঙ্গের এই নতুন উৎসশ্রী অনলাইন পোর্টাল সম্বন্ধে যা যা তথ্য জানতে পারবেন জানবেন সেগুলি হল:

তাহলে চলুন এই বিষয়গুলো বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক…

উৎসস্রী পোর্টাল কি

প্রকল্পের নাম UtshaShree Portal
কার দ্বারা চালু করাGovernment of West Bengal
কাদের জন্যTeacher’s of West Bengal
ObjectiveTeacher’s Transfer to the home district
আবেদন এর মোডOnline
কোন বছর চালু হচ্ছে2021
Official Websitebanglarshiksha.gov.in/utsashree

পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া নোটিশ অনুযায়ী যা জানা যাচ্ছে, এই নতুন উৎসশ্রী পোর্টাল এর সাহায্যে সরকার পরিচালিত ও সরকারি সাহায্য প্রাপ্ত যে সকল প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বাড়ি থেকে দূরে কোন স্কুলে কর্মরত আছেন, তারা বাড়ীর নিকটবর্তী কোন শূন্য পদ থাকা স্কুলে আসার আবেদন করতে পারবেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যেহেতু শিক্ষা সবকিছুর উৎস তাই এই পোর্টালটির নাম দেওয়া হয়েছে উৎস-শ্রী।

আবেদনের যোগ্যতা

উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকার বদলির আবেদন করার জন্য:

  • আপনাকে পশ্চিমবঙ্গের সরকার পরিচালিত ও সরকারি সাহায্য প্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকা হতে হবে।
  • আপনি যদি এর আগের ট্রানস্ফার নিয়ে থাকেন তাহলে সেই ট্রানস্ফার নেওয়ার পরে পাঁচ বছর পেরিয়ে গিয়ে থাকতে হবে।
  • আপনার বর্তমান স্কুল ও পদে ৫ বছর সম্পুন্ন হয়ে থাকতে হবে।
  • আপনি যদি পূর্বে কোন বদলির আদেশ প্রত্যাখ্যান করে থাকেন তাহলে সাত বছর অব্দি আবেদন করা যাবে না।
  • কোন শিক্ষক শিক্ষিকা সাসপেন্ড থাকলে তারা আবেদন করতে পারবেন না।
  • কোন শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে কোন বিদ্যালয় সংক্রান্ত বিষয়ে কোর্ট কেস চললে তারা আবেদন করতে পারবেন না।

আপনি আপনার “জেনারেল ট্রান্সফার Eligibility Marks” দেখতে নিচে দেওয়া বাটন এ ক্লিক করতে পারেন।

কিভাবে আবেদন করবেন

পশ্চিমবঙ্গ সরকার উৎসশ্রী অনলাইন পোর্টাল চালু করেছেন। শিক্ষক/শিক্ষিকারা এই পোর্টালটিতে login করে বদলির জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া ২রা আগস্ট ২০২১ থেকে শুরু হয়েছে।


সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন