ভোটের আগে স্বাস্থ্য সাথী প্রকল্প আরম্ভ করেছিলেন মমতা ব্যানার্জি। ২০২১ এ ফের মুখ্যমন্ত্রী পদে ফিরে এসো মাননীয়া মমতা ব্যানার্জী জন কল্যাণে নতুন প্রকল্পের সূচনা করলেন।
এইবার নিয়ে এলেন স্বাস্থ্য ইঙ্গিত। ২ আগস্ট প্রকল্পের শুভ উদ্বোধন করলেন মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী।
এই প্রকল্পের দ্বারা বিনা মূল্যে ফোন ও অনলাইন এর মাধ্যমে ঘরে বসেই চিকিৎসকদের পরামর্শ পাবেন জনসাধারণ ও শুধু তাই নয় প্রেসক্রিপশন পাবেন তারা।
ইতিমধ্যেই ২ হাজার ৩১৩ টি স্বাস্থ্য কেন্দ্র এই প্রকল্পটির আরম্ভ করার কাজ চলছে বলে জানা গিয়েছে।
বিভিন্ন প্রান্তের মানুষদের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেবার জন্যেই এই টেলিমেডিসিন পরিষেবা চালু করেছেন বলে জানান মুখ্য সচিব।
ফোন এর মাধ্যমে গ্রামের মানুষরা চিকিৎসকদের পরামর্শ পাবেন ও প্রেসক্রিপশনে পাবেন এবং তাদের কষ্ট করে শহরে আসতে হবে না চিকিৎসার প্রয়োজনে।
মুখ্যসচিবের বলেন এই প্রকল্প ভারতের মধ্যে প্রথম বাংলাতেই শুরু করা হয়েছে। এবং বাংলার মা মাটি মানুষ দের কথা ভেবেই এই প্রকল্পের ভাবনা সম্পূর্ণভাবে মাননীয়া মমতা ব্যানার্জির।
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- পশ্চিমবঙ্গে EWS সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন (৩ ধাপে)
- পশ্চিমবঙ্গে EWS শংসাপত্রের স্ট্যাটাস চেক কীভাবে করবেন জেনে নিন
- পশ্চিমবঙ্গ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC)-র আবেদন কিভাবে করবেন
- WBSEDCL পোর্টালে একটি অ্যাকাউন্ট কিভাবে তৈরি (রেজিস্টার) করবেন
- PM Kisan রেজিস্ট্রেশন নম্বর অনলাইনে কীভাবে খুঁজে পাবেন
- WBSEDCL বিদ্যুৎ বিল অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন
- WBSEDCL পেমেন্ট রসিদ অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন
- পুরোনো (ম্যানুয়াল) জাতি শংসাপত্র কিভাবে ডিজিটাল করবেন জেনে নিন
- কাস্ট সার্টিফিকেট ডিজিটাইজেশন স্ট্যাটাস চেক কিভাবে করবেন 2024